TRENDING:

দেশের এই গ্রামে ভারতীয়দের চেয়ে বিদেশিদের সংখ্যা বেশি ! থাকেন মাসের পর মাস ঘর ভাড়া নিয়ে

Last Updated:

India's Mini Israel: সমতলে নয়, এই গ্রাম পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই গ্রামটি হিমাচল প্রদেশের ধর্মকোট। এই গ্রামটি ধর্মশালা থেকে ২ কিলোমিটার দূরে অবস্থিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইনস্টাগ্রাম ইউজার মহম্মদ আমান একজন ভ্রমণকারী এবং কনটেন্ট নির্মাতা যাঁর ১,০০,০০০-এরও বেশি ফলোয়ার রয়েছে। তিনি সম্প্রতি ভারতের এমন একটি গ্রামে ভ্রমণের ভিডিও পোস্ট করেছেন, যেখানে ভারতীয়দের চেয়ে বিদেশিদের সংখ্যা বেশি।
দেশের এই গ্রামে ভারতীয়দের চেয়ে বিদেশিদের সংখ্যা বেশি ! (Photo-Instagram/amaankhanvlogz)
দেশের এই গ্রামে ভারতীয়দের চেয়ে বিদেশিদের সংখ্যা বেশি ! (Photo-Instagram/amaankhanvlogz)
advertisement

ভারত এত সুন্দর একটি দেশ যে, যে কেউ একবার এখানে এলেই থেকে যেতে চায়। কিছু মানুষ ভ্রমণ করে ফিরে যায়, আবার কেউ কেউ বার বার ফিরে আসে। কিন্তু কিছু মানুষ আছে যারা স্থায়ীভাবে না হলেও এখানে দীর্ঘ সময় ধরে থেকে যায়। ভারতে এমন একটি গ্রাম আছে যেখানে বিদেশিরা এসে দীর্ঘ সময় ধরে স্থায়ীভাবে বসবাস করে। এই কারণেই এই গ্রামটিকে বিদেশিদের গ্রাম বলা হয়। এখানে ভারতীয়দের চেয়ে বেশি বিদেশি রয়েছে। তাঁরা এখানে মাসের পর মাস ঘর ভাড়া করে স্থায়ীভাবে বসবাস করেন। এই গ্রামটিকে ভারতের ‘মিনি ইজরায়েল’-ও বলা হয়।

advertisement

আরও পড়ুন– ভারতীয় বায়ুসেনার মেনুতে পাকিস্তান ! ‘রাওয়ালপিন্ডি চিকেন’, ‘সারগোদা ডাল মাখানি…’ খাবারের নাম দেখেই সবাই অবাক

সমতলে নয়, এই গ্রাম পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই গ্রামটি হিমাচল প্রদেশের ধর্মকোট। এই গ্রামটি ধর্মশালা থেকে ২ কিলোমিটার দূরে অবস্থিত। ম্যাকলয়েডগঞ্জ থেকে একটু উপরে একটি পাহাড়ের চূড়ায় ধরমকোট এমন একটি স্থানে অবস্থিত যেখান থেকে কাংড়া উপত্যকা এবং ধৌলাধর পর্বতমালার বিস্তৃত দৃশ্য দেখা যায় । ধরমকোটে বিপাসনা ধ্যান কেন্দ্র, ধম্ম শিকর, তুষিত ধ্যান কেন্দ্রের মতো একাধিক আধ্যাত্মিক প্রতিষ্ঠান রয়েছে যা তিব্বতি মহাযান ঐতিহ্যে বৌদ্ধধর্মের অধ্যয়ন এবং অনুশীলন করে।

advertisement

আরও পড়ুন– কলকাতা-সহ দক্ষিণের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস ! বর্ষা বিদায় নেবে কবে?

ধরমকোটে একটি ইহুদি কমিউনিটি সেন্টার রয়েছে, এটি চাবাড় হাউস নামে পরিচিত, যা গ্রামের ঠিক মাঝখানে অবস্থিত। এখানকার রেস্তোরাঁগুলিতে ইজরায়েলি খাবার পরিবেশন করা হয়, যেমন ফালাফেল, শাকশুকা এবং হামুস পিটার ইত্যাদি। সময়ের সঙ্গে সঙ্গে স্থানীয়রাও এই সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিয়েছেন এবং অনেকেই এখন সাবলীলভাবে হিব্রু বলতে পারেন। গ্রামের সাইনবোর্ড এবং বোর্ডগুলিও হিব্রু ভাষায় লেখা আছে এবং ইন্টারনেট ক্যাফেগুলির কীবোর্ডগুলিতেও হিব্রু অক্ষর রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বৃষ্টি, তুফানের তাণ্ডব ছাড়াই ভয়ঙ্কর কাণ্ড! হুড়মুড়িয়ে বাঁধ ভেঙে নিয়ে গেল নদী, কীভাবে ঘটল
আরও দেখুন

মহম্মদ আমানের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে যে, আমান যখন এই গ্রামে আসেন, তখন বৃষ্টি হচ্ছিল, তাই খুব বেশি লোক দেখা যাচ্ছিল না। তবে, তাঁর ক্যামেরায় শুট করা বেশিরভাগ মানুষই ছিলেন বিদেশি। ইজরায়েলিরা এখানে সবচেয়ে বেশি আসেন, তাঁরা ঘর ভাড়া করে মাসের পর মাস থাকেন। গ্রামে বেশ কিছু ক্যাফে আছে যেখানে ইতালীয়, ইজরায়েলি এবং অন্যান্য বিদেশি খাবার পরিবেশন করা হয়।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
দেশের এই গ্রামে ভারতীয়দের চেয়ে বিদেশিদের সংখ্যা বেশি ! থাকেন মাসের পর মাস ঘর ভাড়া নিয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল