অনলাইন গেম খেলা ছেলের বয়স মাত্র ১৭ বছর। প্রায় ২ বছর ধরে সে এই মহিলার সঙ্গে অনলাইনে কথা বলছে। অনলাইনেই তাদের আলাপ ও প্রেম৷ নাবালক হওয়ায় তার নাম প্রকাশ্যে আসেনি। সোমবার এই নাবালকের বাড়িতে ব্যাপক ভিড় জমে যায়। যার কেন্দ্রবিন্দুতে ছিল তার প্রেমিকা৷ এ নিয়ে গ্রামে হৈচৈ পড়ে যায়। সিহাওয়াল পুলিশ নাবালক যুবক এবং যে মহিলা সন্তান নিয়ে এসেছিল, তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পোস্টে ডাকে। উভয়ের সঙ্গে কথা বলার পর ১৮ ফেব্রুয়ারি সকালে ওই মহিলাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলে।
advertisement
আরও পড়ুনMother-Son: ৭ বছরের ছেলেকে শাস্তি, নিজের গাড়ির চাকায় পিষে দিলেন মা! তারপর…
মধ্যপ্রদেশের সিধি জেলার ঘটনা৷ যেখানে অনলাইন ফ্রি ফায়ার গেম খেলতে গিয়ে এক শিশুর মায়ের প্রেমে পড়ে যায় এক নাবালক যুবক। প্রথমে খবরটি জানা যায়নি৷ কিন্তু তারপর উত্তরাখণ্ড থেকে প্রমিকা তাঁর সন্তানকে নিয়ে প্রেমিকের বাড়িতে পৌঁছলে গোটা এলাকায় ঢিঢি পড়ে যায়৷ যুবকের পরিবার সহ গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা নাবালক প্রেমিক ও তার সন্তানসহ প্রেমিকাকে শান্ত করে বাড়ি ফেরত পাঠিয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বলেন, বর্তমানে বিষয়টি নিষ্পত্তি হয়েছে।
আরও পড়ুন Swelling Feet: হঠাৎ পা ফুলে যাচ্ছে ? লক্ষণ ভাল নয়, কী কী হতে পারে?
এমন পরিস্থিতিতে যুবকের কম বয়সের কারণে প্রেমিকাকে তার সঙ্গে রাখার অনুমতি দেওয়া যায়নি। গোটা শহরে এই ঘটনা নিয়ে আলোচনা চলছে। পুলিশ লোকদের কাছে ছেলে ও মহিলার পরিচয় গোপন রাখার আবেদন জানিয়েছে।