হিন্দু ধর্মে বিশ্বাসী ব্যক্তিরা শুভ দিন ও মুহুর্তের জানার জন্য পঞ্চাঙ্গ (Panchang) নামে একটি বেদীয় ক্যালেন্ডার অনুসরণ করেন। একইসঙ্গে মানুষের মনে বিশ্বাস রয়েছে যে, শুভ মুহুর্তে গুরুত্বপূর্ণ কাজ করলে তা বেশি ফলপ্রসূ হয় এবং আরও সমৃদ্ধি লাভে তা সহায়তা করে।
৫ জুন (শনিবার): এদিন হল কৃষ্ণপক্ষের একাদশী, বিয়ের জন্য সবচেয়ে ভালো সময় হল সকাল ৫.২৩ থেকে রাত ১০.৩৯।
advertisement
৬ জুন (রবিবার): শুভ সময় শুরু হবে সকাল ৫.২৩ থেকে এবং চলবে রাত ২.২৭ পর্যন্ত যা পরের দিন ৭ জুনে পড়ে যাচ্ছে।
১৯ জুন (শনিবার): মহেশ নবমীর ধার্মিক অনুষ্ঠানের জন্য এই দিনটিকে চিহ্নিত করা হয়। এদিন বিয়ের শুভ লগ্ন সকাল ৫.২৪ থেকে শুরু হবে এবং রাত ৮.২৮ পর্যন্ত চলবে।
২৪ জুন (বৃহষ্পতিবার): জৈষ্ঠ্য মাসের পূর্ণিমাতে বিয়ের জন্য দুপুর ২.৩২ থেকে রাত ২.১৫ হল সবচেয়ে শুভ সময়।
২৫ জুন (শুক্রবার): কৃষ্ণ পক্ষের প্রথম দিনে বিয়ের জন্য সকাল ৫.২৫ থেকে পরের দিন ৬.৪০ পর্যন্ত সময় ভালো।
২৬ জুন (শনিবার): এদিনের শুভ লগ্ন হল সন্ধ্যে ৬.৪৩ থেকে রাত ৭.১৮ পর্যন্ত।
২৭ জুন (রবিবার): বিয়ের জন্য ভালো সময় হল বিকেল ৩.২১ থেকে ২৮ জুন ভোর ৩ টে পর্যন্ত।
২৮ জুন (সোমবার): কৃষ্ণ পক্ষ চতুর্থীতে সকাল ৫.২৬ থেকে রাত ১২.৪৮ অর্থাৎ পরের দিন ২৯ জুন পর্যন্ত বিয়ের জন্য ভালো সময়।
শুভ দিন ও সময়ের সূত্র: Astrosage.com