TRENDING:

Funny And Strange Laws: কোথাও হিল পড়া নিষেধ, কোথাও হাসা বাধ্যতামূলক, পৃথিবীর কয়েকটা দেশে আছে এমনই আজব কিছু আইন

Last Updated:

Funny And Strange Laws: ১৯৯২ সালে সিঙ্গাপুরে চুইংগাম নিষিদ্ধ করা হয়। শহরগুলোকে পরিচ্ছন্ন রাখতেই এই আইন করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিশ্বের বেশ কিছু জায়গায় কিছু অদ্ভুত আইন রয়েছে৷ বর্তমানে সেই আইন একেবারেই অযৌক্তিক শোনাতে পারে।তাই জন্যই আইনগুলির মধ্যে এখন খুব কমই প্রয়োগ করা হয়, কেবল মাত্র আইনের বইয়েতেই রয়ে গিয়েছে। বিশ্বের কয়েকটা অদ্ভুত আইনের কথা জেনে নিন
হিল পড়া নিষিদ্ধ, কোথাও চুইংগাম খাওয়াও নিষিদ্ধ, আজব আইন
হিল পড়া নিষিদ্ধ, কোথাও চুইংগাম খাওয়াও নিষিদ্ধ, আজব আইন
advertisement

বাধ্যতামূলক হাসি

জাপানের ইয়ামাগাটা প্রিফেকচার নামক এক স্থানীয় সরকার এই আইনটি করেছেন৷ মূলত সেখানকার বাসিন্দাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভাল করার জন্য করা হয়েছিল৷ আইনে দিনে অন্তত একবার হাসার কথা বলা আছে। এই নতুন আইনটি ইয়ামাগাটা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল৷ সেখানে বলা আছে হাসির সঙ্গে সুস্বাস্থ্যের সরাসরি সম্পর্ক আছে। প্রতি মাসের অষ্টম দিনটিকে “হাসির মাধ্যমে বাসিন্দাদের স্বাস্থ্যের উন্নতি করার” দিন হিসাবে মনোনীত করা হয়েছে।

advertisement

আরও পড়ুন:পোকার দাম ৭৫ লাখ টাকা! তাবিজ করে পরলেই ঘুরে যাবে ভাগ্যের চাকা, বিশ্বের সবচেয়ে দামী এই পোকাটির নাম জানেন?

ফ্লোরিডা, সাঁতারের পোশাকে গান গাওয়া নিষেধ

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্য তার সুন্দর সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত৷ এখানে সাঁতারের পোষাক সাধারণ পোশাকে গান গাওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়৷ একটি অস্বাভাবিক আইনটি লোকেদের সাঁতারের পোশাকে গান গাইতে নিষেধ করে। অন্যদের শান্তি যেন ব্যহত না হয়, তার জন্যই এই আইন আনা হয়েছিল৷

advertisement

আরও পড়ুন: বিমানবন্দরে অসংখ্য সাপের মতো ওগুলো কী! ভয়ঙ্কর ঘটনা! ভাইরাল ভিডিও

সিঙ্গাপুরে চিউইং গাম খাওয়া যাবে না

১৯৯২ সালে সিঙ্গাপুরে চুইংগাম নিষিদ্ধ করা হয়। শহরগুলোকে পরিচ্ছন্ন রাখতেই এই আইন করা হয়েছে।

চেরি পাইয়ের উপর আইসক্রিম খাওয়া নিষেধ

কানসাস, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রধান কৃষি রাজ্য৷ সেখানেই চেরি পাই সম্পর্কিত একটি অদ্ভুত আইন রয়েছে৷ আইসক্রিমের স্কুপের সঙ্গে চেরি পাই পরিবেশন করা নিষিদ্ধ। এই আইনটি সম্ভবত ১৮০০ দশকে প্রণীত হয়েছিল। সেই সময়ে, আইসক্রিমের সঙ্গে মিষ্টি খাওয়াকে নৈতিকভাবে ভুল বলে মনে করা হত।

advertisement

হিলে নিষেধ

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

গ্রীস, এথেন্সের পার্থেনন এবং অ্যাক্রোপলিসের মতো ঐতিহাসিক স্থানের পাশাপাশি সেখানকার অন্যান্য ঐতিহাসিক স্থানে দর্শনার্থীদের হিল পরা নিষিদ্ধ। এই আইনটি ভঙ্গুর স্মৃতিস্তম্ভগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য বানানো হয়েছিল। মনে করা হয় হিল থেকে আঁচড় লেগে প্রাচীন পাথরগুলিতে ক্ষতি হতে পারে৷ তাই জন্যই এই আইন৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Funny And Strange Laws: কোথাও হিল পড়া নিষেধ, কোথাও হাসা বাধ্যতামূলক, পৃথিবীর কয়েকটা দেশে আছে এমনই আজব কিছু আইন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল