TRENDING:

Man wanted to kill Daughter: ধন-সম্পত্তির লোভে মেয়ের বলি দিতে চেয়েছিল বাবা, তন্ত্র সাধনায় বেঁধেছিল স্ত্রীকেও!

Last Updated:

Man wanted to kill Daughter: কুট্টি শয়তান পুজোয় শিশুর বলি মন্ত্র পড়তে পড়তে, সদ্দাঁ রাতের অন্ধকারে বামাচার চর্চা করছিল। নিজের শিশুর বলি দেওয়ার জন্য সে তার স্ত্রীর উপর চাপ সৃষ্টি করে। মানসিকভাবে বিপর্যস্ত স্বামীর ক্রোধে ভীত হয়ে পড়েন স্ত্রী৷ বিস্তারিত জানুন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর কেআর পুরমে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে৷ সেখানে এক বাবা, যে পেশায় একজন তান্ত্রিক, ধন সম্পত্তি লাভের জন্য  ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নিতে গিয়েছিল৷ সদ্দাঁ নামের এই ব্যক্তি তন্ত্র বিদ্যা চর্চা করতে গিয়ে নিজের মেয়ের বলি দিতে প্রস্তুত ছিল। ধনের লোভে, সে কুট্টি শয়তান পুজোয় সন্তানকে বলি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল৷ আর এই কাজের জন্য  স্ত্রীকে ক্রমাগত চাপ দিতে শুরু করে। তন্ত্র-মন্ত্রের বলে নিজের স্ত্রীকেও সে বেঁধে রেখেছিল৷
Man wants to kill Daughter: ধন-সম্পত্তির লোভে মেয়ের বলি দিতে চেয়েছিল বাবা, তন্ত্র সাধনায় বেঁধেছিল স্ত্রীকেও!
Man wants to kill Daughter: ধন-সম্পত্তির লোভে মেয়ের বলি দিতে চেয়েছিল বাবা, তন্ত্র সাধনায় বেঁধেছিল স্ত্রীকেও!
advertisement

আরও পড়ুন: ঘুমের মধ্যেই প্রাণ গেল ছেলের, অন্ধ বাবা মা জানতেই পারল না! বিস্তারিত জানুন

ুজোযবাধ্য হয়ে সময় নষ্ট না করে সে পুলিশ কমিশনার বি. দয়ানন্দের কাছে অভিযোগ জানায়। সৌভাগ্যক্রমে, পুলিশ সঠিক সময় পৌঁছে যাওয়ায় শিশুটির জীবন পাগল বাবার হাত থেকে রক্ষা পায়৷

অভিযুক্ত সদ্দাঁ চার বছর আগে একজন হিন্দু যুবতীকে বিয়ে করেছিল। সে নিজেকে একজন হিন্দু যুবক বলে পরিচয় দেয় এবং তার নাম অধীশ্বর বলে দাবি করে। কিছুদিন পর তাদের একটি কন্যাসন্তান হয়। তারপর থেকে, সে কুট্টি শয়তান পূজা করার জন্য স্ত্রীকে চাপ দিতে শুরু করে। সে বলেছিল যে, কুট্টি শয়তান পুজোতেই তার কন্যা সন্তানকে বলি দিতে হবে।

advertisement

আরও পড়ুন: ফিল্ড ট্রিপে গিয়ে ছাত্রদের সঙ্গে মদ্য পান শিক্ষকদের, ঘটনা জানাজানি হতেই ক্ষোভ প্রকাশ অভিভাবকদের

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পাগল ওই ব্যক্তি দাবি করেছিলেন যে, যদি শিশুর বলি দেওয়া হয় তবে সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং ধন মিলবে। রাতের অন্ধকারে তন্ত্র মন্ত্র পড়তে পড়তে, সে বামাচার চর্চা করছিল। স্বামী সদ্দাঁর এই আচরণ দেখে স্ত্রী ভীত হয়ে পড়ে। সে জানায় যে, সদ্দাঁ তাকে প্রতিদিন শিশু কন্যাকে বলি দেওয়ার জন্য চাপ দিত। এই কারণে স্ত্রী কেআর পুরম থানায় সদ্দাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Man wanted to kill Daughter: ধন-সম্পত্তির লোভে মেয়ের বলি দিতে চেয়েছিল বাবা, তন্ত্র সাধনায় বেঁধেছিল স্ত্রীকেও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল