TRENDING:

Man Tortures Grandmother: শিমলায় ৬৫ বছরের ঠাকুমাকে ধ*র্ষণ, নাতি গ্রেফতার! নৃ*শংস ঘটনায় চাঞ্চল্য

Last Updated:

Man Tortures Grandmother: শিমলার রোহরু শহরে ২৫ বছরের এক যুবক তাঁর ৬৫ বছরের ঠাকুমাকে ধর্ষণ করে। বৃদ্ধা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এরপর অভিযুক্তকে গ্রেফতার করা হয়, জানুন পুরো ঘটনাটি...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিমলা: নিজের ঠাকুমার সঙ্গেও এমন কেউ করতে পারে! কিন্তু এমনই একটি ঘটনা ঘটে গিয়েছে। পুরো জানলে চমকে যাবে যে কেউ।
শিমলায় ৬৫ বছরের ঠাকুমাকে ধর্ষণ, নাতি গ্রেফতার! নৃশংস ঘটনায় চাঞ্চল্য
শিমলায় ৬৫ বছরের ঠাকুমাকে ধর্ষণ, নাতি গ্রেফতার! নৃশংস ঘটনায় চাঞ্চল্য
advertisement

শিমলার রোহরু শহরে ঘটে গিয়েছে এক ভয়ঙ্কর ঘটনা৷ এক ২৫ বছরের যুবকের বিরুদ্ধে তাঁর ৬৫ বছরের ঠাকুমাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃদ্ধা নিজেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন, যার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুরো ঘটনাটি বর্তমানে তদন্তাধীন।

সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, যে ব্যক্তি কাণ্ডটি ঘটিয়েছেন, সেই অভিযুক্ত যুবককে মঙ্গলবার গ্রেফতার হয়। কথা প্রসঙ্গে জানা গিয়েছে, অসহায় ওই বৃদ্ধা তাঁর স্বামীর মৃত্যুর পর একাই বসবাস করছিলেন। কিন্তু তার নাতী এমন করবে তা হয়তো জীবনেও ভাবতে পারেননি৷

advertisement

আরও পড়ুন: বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ৭৫-এ বিয়ে! সমাজের চোখে ‘নতুন রেকর্ড’ বিজয়ারাঘবন-সুলোচনার…

ঘটনাটি ঠিক কী হয়েছে? জানা গিয়েছে, ৩ জুলাই দুপুরবেলায় অভিযুক্ত যুবক তার ঠাকুমার বাড়িতে আসে এবং সেখানেই এই জঘন্য অপরাধটি সংঘটিত করে বলে অভিযোগ। ওই বৃদ্ধাও এরপর চুপ থাকেননি৷ নিজেই সাহস করে সঙ্গে সঙ্গে থানায় গিয়ে অভিযোগ করেন৷ থানার পুলিশ কর্তাদের বলেন, তাঁর নাতি তাঁকে ধর্ষণ করেছে এবং কাউকে বললে মারাত্মক পরিণতির হুমকিও দিয়েছে।

advertisement

পুলিশ জানিয়েছে, এই ঘটনার ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির নতুন বিধি অনুযায়ী—ধর্ষণের জন্য ৬৪(২), বেআইনি প্রবেশের জন্য ৩৩২(বি), এবং হুমকির জন্য ৩৫১(৩) ধারায় একটি মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন: বলুন তো, ১ মিনিটের জন্য সূর্য অদৃশ্য হয়ে গেলে পৃথিবীর কী হবে? ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তরটি…

পিটিআই সূত্রে জানা গেছে, ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) প্রণব চৌহান জানিয়েছেন, পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে। এবং ওই বৃদ্ধাকে সবরকমভাবে সহযোগিতা করা হবে৷

advertisement

এই নৃশংস ঘটনাটি শিমলা সহ গোটা হিমাচল প্রদেশে ইতিমধ্যেই প্রবল চাঞ্চল্য সৃষ্টি করেছে। তদন্ত চলছে এবং পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, নির্যাতিতা বৃদ্ধার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং তাঁর জন্য চিকিৎসা-সহ সহ অন্যান্য সহায়তাও দেওয়া হচ্ছে।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Man Tortures Grandmother: শিমলায় ৬৫ বছরের ঠাকুমাকে ধ*র্ষণ, নাতি গ্রেফতার! নৃ*শংস ঘটনায় চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল