সাধারণভাবে ট্রেনে ওঠার সঠিক সময় তখনই, যখন ট্রেন সম্পূর্ণ থেমে থাকে। কিন্তু অনেক সময় কেউ কেউ স্টান্ট করার জন্য, আবার কেউ বাধ্য হয়ে বা তাড়াহুড়োয় চলন্ত ট্রেন ধরতে যান। এই সামান্য ভুলেই ঘটে যেতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছেন।
advertisement
চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করতে গিয়ে রেলক্রসিংয়ে পিছলে পড়লেন এক ব্যক্তি—৮ সেকেন্ডের ভয়ঙ্কর ভিডিও দেখে হতবাক নেটিজেনরা!
কিন্তু ঘটনাটি কোনও রেলস্টেশনে নয়—একটি রেলগেটের পাশে, যেখানে মাটির স্তর প্ল্যাটফর্মের চেয়ে অনেক নিচে। ভিডিওতে দেখা যায়, ট্রেনটি অমৃতসর–নয়াদিল্লি–জালন্ধর রুটে চলছিল। রেলগেট তখন বন্ধ, মানুষ দাঁড়িয়ে ট্রেন দেখতে ব্যস্ত।
ভিডিওর শুরুতে দেখা যায়, এক ব্যক্তি ট্রেনের দরজায় ঝুলে গেট পার হয়ে উঠতে সক্ষম হন। তাঁর পিছনে থাকা আরেক ব্যক্তি অন্য কামরা থেকে ট্রেনে ওঠার চেষ্টা করেন।
ইনস্টাগ্রামে @kartikey_a_ নামে এক ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করেন, ক্যাপশন দেন—“Don’t joke with the train.” ভিডিওটি ২৯ সেপ্টেম্বর পোস্ট করা হয়, আর তাতেই এখন পর্যন্ত ১,৯০,০০০-এর বেশি ভিউ, ৪,০০০ লাইক এবং শতাধিক মন্তব্য এসেছে।
কিন্তু বিপদ ঘটে ঠিক তখনই—তিনি ট্রেনের বিপরীত দিক থেকে ঝাঁপিয়ে ওঠার চেষ্টা করতে গিয়ে হঠাৎ পিছলে পড়েন। মাত্র ৮ সেকেন্ডের ভিডিওতেই দেখা যায়, তিনি ট্রেনের ঠিক পাশে লাইনের ধারে পড়ে যাচ্ছেন। যদিও ভিডিওতে রক্ত বা গুরুতর আঘাতের দৃশ্য দেখা যায়নি, তবে ট্র্যাকের পাশে থাকা পাথরে আছড়ে পড়ে তাঁর গুরুতর আঘাত পাওয়ার আশঙ্কা প্রবল।
নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র—অনেকে মন্তব্য করেছেন, “তাই বলে তো বলা হয়, কাউকে নকল কোরো না।” আরেকজন লিখেছেন, “এত তাড়া ছিল কেন? আরেকটা ট্রেন নিলেই তো হতো।” কেউ বলছেন, “যদি কাউকে ধরতেই হত, তাহলে ট্রেন নয়, নিজের বুদ্ধিটাই ধরো!”
এই ঘটনাটি আবারও প্রমাণ করল—চলন্ত ট্রেন ধরার চেষ্টা মানেই মৃত্যু সঙ্গে খেলা করা। এক মুহূর্তের তাড়াহুড়োয় হারিয়ে যেতে পারে একটি জীবন। তাই সতর্ক থাকুন, নিজের জীবনকে মূল্য দিন।