TRENDING:

Man Performs living wife shradh: জীবিত স্ত্রী-এর শ্রাদ্ধ! কাজ সেরেই বান্ধবীকে বিয়ে ব্যক্তির, বিস্তারিত জানুন

Last Updated:

Man Performs living wife shradh: পবন প্যাটেল নামের ওই ব্যক্তি, যিনি তালাগ্রাম থানার ভাওয়ানি সারাইয়ের বাসিন্দা, দাবি করেছেন যে তার প্রথম স্ত্রী না কি মারা গিয়েছেন৷  তাই দ্বিতীয় বিয়েকে বৈধতা দিতেই তিনি আচার মেনে সব কাজ করেছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জীবিত স্ত্রী-এর শ্রাদ্ধ করলেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি
জীবিত স্ত্রী-এর শ্রাদ্ধ করলেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি
advertisement

আরও পড়ুন: পোষ্য নিয়ে সমস্যা, বৃদ্ধ দম্পতিকে সপাটে থাপ্পড় যুবতীর! দেখুন ভিডিও

এই ব্যক্তির বউ বাচ্চা সবই ছিল৷ কিন্তু সে অন্য মেয়ের প্রেমে পরেন৷ এবং প্রথম স্ত্রী এখনও জীবিত থাকা সত্ত্বেও তিনি সেই মহিলাকে বিয়েও করেছেন। পবন প্যাটেল নামের ওই ব্যক্তি, যিনি তালাগ্রাম থানার ভাওয়ানি সারাইয়ের বাসিন্দা, দাবি করেছেন যে তার প্রথম স্ত্রী না কি মারা গিয়েছেন৷  তাই দ্বিতীয় বিয়েকে বৈধতা দিতেই তিনি আচার মেনে সব কাজ করেছেন এবং প্রথম স্ত্রী-এর শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন করেছেন।

advertisement

এমন অবস্থায় আসরে নামেন প্রথম স্ত্রী৷  যিনি দাবী করেন যে, পবন তাঁর সঙ্গে প্রতারণা করেছে৷ এবং সেই মতো পুলিশের কাছে অভিযোগও করেছে সে৷ তিনি এটাও জানিয়েছেন, জীবিত থাকা অবস্থাতেও প্রথম স্ত্রী-এর শ্রাদ্ধ তিনি কী ভাবে করতে পারেন৷ ওই মহিলা আরও দাবি করেছেন যে, প্যাটেল তাদের দুই সন্তানকে জোর করে নিয়ে গিয়ে নিজের কাছে রেখেছে৷ ফলে তিনি সমর্থনহীন হয়ে পড়েছেন।

advertisement

আরও পড়ুন: রাস্তাতেই শাশুড়ি বউয়ের ভয়ঙ্কর লড়াই! ‘ভগবান এমন বৌ যেন কাউকে না দেন’, বলছে পাড়ার লোকেরা

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ন্যায়ের আবেদন নিয়ে মহিলা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেছেন এই মহিলা৷ তার স্বামীর কার্যকলাপ নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি আগে থেকেই তার স্বামীর অন্য এক নারীর সঙ্গে সম্পর্কের ব্যাপারে জানতেন, যার ফলে তিনি তার পরিবারকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন কানপুরে। তবে, স্বামীর সাম্প্রতিক বিয়ে এবং তাদের সন্তানদের অপহরণের কারণে, তিনি আইনগত প্রতিকার পেতে দৃঢ় প্রতিজ্ঞ।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Man Performs living wife shradh: জীবিত স্ত্রী-এর শ্রাদ্ধ! কাজ সেরেই বান্ধবীকে বিয়ে ব্যক্তির, বিস্তারিত জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল