TRENDING:

মৃত্যুকে হার মানিয়ে উদ্ধার! ডুবন্ত এসইউভি থেকে চালককে বাঁচানোর দৃশ্য ভয় ধরাবে!

Last Updated:

নিয়ন্ত্রণ হারিয়ে একদম সোজা পুকুরে গিয়ে পড়ল একটি চারচাকার এসইউভি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন গাড়িচালক—২৫ বছরের শিবম। ঘটনাটি উত্তরপ্রদেশের পিলভিট জেলার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পিলভিট: নিয়ন্ত্রণ হারিয়ে একদম সোজা পুকুরে গিয়ে পড়ল একটি চারচাকার এসইউভি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন গাড়িচালক—২৫ বছরের শিবম। ঘটনাটি উত্তরপ্রদেশের পিলভিট জেলার। দ্রুতগতির মারুতি সুজুকি এরটিগা হঠাৎই রাস্তা থেকে ছিটকে পুকুরে পড়ে যায় এবং কয়েক মিনিটের মধ্যেই পুরোপুরি ডুবে যায়। প্রকাশ্যে এসেছে সেই ভয়ানক দুর্ঘটনার ভিডিয়ো।
ভিডিও- এর একটি অংশ
ভিডিও- এর একটি অংশ
advertisement

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যায়, ডুবন্ত গাড়ির ভিতরে আটকে থাকা শিবমকে বাঁচাতে স্থানীয় এক যুবক জলেই ঝাঁপ দেন। চেষ্টার পরে তিনি শিবমকে টেনে তুলে নিরাপদ স্থানে নিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুকুরের ধারে থাকা এক মাঝি ও আরেক পথচারী গাড়িটিকে ডুবতে দেখে এক মুহূর্ত দেরি না করে জলে নেমে পড়েন। অসাধারণ দ্রুততায় মাঝিটি গাড়ির কাছে পৌঁছে যান এবং সম্পূর্ণ ডুবে যাওয়া গাড়ি থেকে শিবমকে বার করতে সক্ষম হন।

advertisement

উদ্ধারকারীদের মধ্যে দীনেশ কুশওয়াহা নামে এক তরুণ বলেন, জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় তিনি গাড়িটিকে ডুবতে দেখেন। সঙ্গে সঙ্গেই নৌকার মাঝির সঙ্গে মিলেই উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। ভিডিয়োতে দেখা গিয়েছে, শিবমকে বের করে আনার সময় গাড়িটি প্রায় পুরোপুরি জলের নিচে, শুধু পিছু দিকের এক অংশ উঁচু হয়ে ছিল।

খবর পাওয়ার পর পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছয় এবং পরে পুকুর থেকে গাড়িটিকে তুলেও আনা হয়। শিবমকে দ্রুত পীলীভীত মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা গুরুতর হলেও আপাতত স্থিতিশীল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঝপাঝপ পারদ পড়তেই তীব্র সংকটে গাঁদা চাষ! সরস্বতী পুজোয় ফুলের পিছনে বাড়বে বাজেট, আশঙ্কা
আরও দেখুন

ইনস্টাগ্রামের ‘mo.of.everything’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি প্রথম পোস্ট করা হয়। ঘটনার পর স্থানীয়রা জাতীয় সড়কের পাশে নিরাপত্তাব্যবস্থার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, ওই এলাকায় যথেষ্ট সেফটি ব্যারিকেড নেই—ফলে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মৃত্যুকে হার মানিয়ে উদ্ধার! ডুবন্ত এসইউভি থেকে চালককে বাঁচানোর দৃশ্য ভয় ধরাবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল