TRENDING:

Snake bite viral news: সাপে কামড়ানোর পরেই ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন আক্রান্ত ব্যক্তি! পকেটে জ্যান্ত সাপ নিয়ে সোজা হাসপাতালে

Last Updated:

Snake bite viral news: একজন টোটোচালক উত্তর প্রদেশের মথুরা জেলার জেলা হাসপাতালে ঢুকলেন পকেটে ১.৫ ফুট লম্বা সাপ নিয়ে, যা দেখে হতবাক হয়ে যান উপস্থিত সাধারণ মানুষ! পরে তিনি জানান, মঙ্গলবার ওই সাপটি তাঁকে কামড়ায় তাই, তিনি ওই সাপটি নিয়ে হাসপাতালে হাজির হন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সাপের কামড় ঘিরে তুলকালাম
সাপের কামড় ঘিরে তুলকালাম
advertisement

মথুরা: একজন টোটোচালক উত্তর প্রদেশের মথুরা জেলার জেলা হাসপাতালে ঢুকলেন পকেটে ১.৫ ফুট লম্বা সাপ নিয়ে, যা দেখে হতবাক হয়ে যান উপস্থিত সাধারণ মানুষ! পরে তিনি জানান, মঙ্গলবার ওই সাপটি তাঁকে কামড়ায় তাই, তিনি ওই সাপটি নিয়ে হাসপাতালে হাজির হন।

advertisement

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই সাপটি টোটোচালককে কামড় দিলে, টোটোচালক অ্যান্টিভেনম নেওয়ার জন্য ওই সাপটিকেও ধরে নিয়ে আসেন। ওই হাসপাতালে সুপার আক্রান্ত ব্যক্তিকে সাপটি বাইরে ছেড়ে দিয়ে হাসপাতালে ঢুকতে বলেন। তিনি বলেন, “রোগীকে বলা হয়েছিল সাপটা বাইরে রেখে আসতে, কারণ এটা অন্য রোগীদের জীবনকে বিপদের মধ্যে ফেলছিল”

advertisement

আরও পড়ুন: বন্ধ হয়ে যাচ্ছে ১০ মিনিটে ডেলিভারি পরিষেবা! Blinkit, Zepto-সহ একাধিক সংস্থাকে নির্দেশ কেন্দ্রের

সংবাদমাধ্যম দৈনিক ভাস্করে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত টোটোচালক দীপক বলেছেন, যখন তিনি বৃন্দাবন যাচ্ছিলেন তার টোটোর জন্য ব্যাটারি আনতে, তখন মথুরা আর বৃন্দাবনের মাঝে PMB Polytechnic College এর কাছে সাপটা তাকে কামড় দেয়।

advertisement

একটি ভাইরাল ভিডিওতে সমাজমাধ্যমে দীপক বলেন, “আমি বৃন্দাবন থেকে এসেছি। আমি মথুরা জেলা হাসপাতালে গত আধ ঘণ্টা ধরে চিকিৎসার জন্য অপেক্ষা করছি। সরকারী হাসপাতালে চিকিৎসার জন্য মৌলিক সুবিধা নেই। আমাকে রাস্তার ওপর বসে প্রতিবাদ করতে বাধ্য হতে হয়েছে।” পথচারীরা তাকে অনুরোধ করতে শোনা যায়, যেন তিনি সাপটা ফেলে দেন, জ্যাকেটের মধ্যে না রাখেন।

advertisement

কলকাতা: ফের ১০ ডিগ্রিতে নামবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা! জানুন বিস্তারিত

পরে, ডাক্তাররা পুলিশকে খবর দেন, যারা সঙ্গে সঙ্গে এসে পৌঁছান। পুলিশ দীপককে শান্ত করেন এবং সাপটা একটা বাক্সে রাখেন। ডাক্তাররা পরে বলেন, দীপকের চিকিৎসা চলছে এবং তার অবস্থা স্থিতিশীল। হাসপাতাল কর্তৃপক্ষ পরে যোগ করেন, সন্দেহ করা হচ্ছে সাপটা দীপকেরই ছিল।

সেরা ভিডিও

আরও দেখুন
সাফল্যের নাম সুলতানা, গ্রামের পথ থেকে উঠে আসা যোগাসনের রাণী, দেশকে এনে দিচ্ছেন গর্ব
আরও দেখুন

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Snake bite viral news: সাপে কামড়ানোর পরেই ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন আক্রান্ত ব্যক্তি! পকেটে জ্যান্ত সাপ নিয়ে সোজা হাসপাতালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল