সম্প্রতি, কনটেন্ট ক্রিয়েটর অমর সিরোহী(ফু়ডি-ইনকারনেট) তাঁর X হ্যাণ্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে টোস্ট বিস্কুট তৈরি হয়েছে। আর সেই ভিডিও দেখেই তাজ্জব নেটনাগরিকরা। ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন ব্যক্তি মিলে তৈরি করছেন টোস্ট বিস্কুট। তবে একেবারে খালি হাতে।
আরও পড়ুন: কফিই মুশকিল আসান! অতিরিক্ত ওজন থেকে মস্তিষ্কের সমস্যা-আর কোন সমস্যায় কার্যকরী কফি?
advertisement
বিস্কুট তৈরির প্রক্রিয়ায় পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটনাগরিকেরা। ভিডিওতে এক ব্যক্তিকে ধুমপান করতে করতেই বিস্কুট তৈরি করতে দেখা যায়। X হ্যান্ডেলে নিমেষে ভাইরাল হয়ে যায় ওই ভিডিও। খাওয়ার তৈরির ক্ষেত্রে পরিচ্ছন্নতা নিয়ে উঠছে প্রশ্ন।
X হ্যান্ডেলে এক ব্যক্তি লেখেন,‘‘ যদি এটা সত্যি হয়, তবে পরের বার টোস্ট তৈরি খাওয়ার আগে ভয় করবে।’’ এই ভিডিও দেখার পর অনেকেই যেকোনও ধরনের বাইরের খাবার না খাওয়ার পরামর্শ দিচ্ছেন।