TRENDING:

টাকায় কেন থাকে গান্ধিজির ছবি! জানেন? এর পিছনে রয়েছে দারুন এক গল্প

Last Updated:

Gandhiji photo on indian currency: কেন ভারতের সব নোটে থাকে গান্ধীজির ছবি! জেনে নিন আসল কারণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আমরা দিনরাত পরিশ্রম করি যাতে অর্থ উপার্জন করতে পারি। সেই অর্থ দিয়ে আমরা নিজেদের যাবতীয় চাহিদা পূরণ করতে চাই। ভারত-সহ সারা বিশ্বের মানুষ টাকার পেছনে ছুটছে।
advertisement

সবাই প্রচুর অর্থ উপার্জন করতে চায়। ভারতেও বহু মানুষ তাই চান। আপনি নিশ্চয়ই অনেককে বলতে শুনেছেন যে গান্ধীজি পকেটে থাকলে পৃথিবী হাতের মুঠোয়! তবে আপনি কি জানেন, কেন ভারতীয় নোটে শুধুমাত্র গান্ধীর ছবি দেখা যায়? চলুন আজ জেনে নেওয়া যাক।

২০১৯ সালের নভেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৫০০ ও ১০০০ টাকার নোট নিষিদ্ধ করেছিলেন। অর্থাৎ যত পুরনো নোট ছিল, তার মূল্য রাতারাতি শেষ হয়ে গিয়েছিল। এর পর ভারত সরকার বাজারে নতুন নোট আনে। কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন, তার পরও গান্ধীজির ছবি নোট থেকে সরানো হয়নি।

advertisement

আরও পড়ুন- অসুস্থ অবস্থায় রেলযাত্রা, জানেন টিকিটে কত টাকা ছাড় পেতে পারেন? ৯৯% মানুষের অজানা

মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে নোটে গান্ধীজির ছবি বেরিয়েছিল প্রথমবার। সেই নোটটি ১৯৬৯ সালে RBI জারি করেছিল। সেই সময় যখন নোটটি ইস্যু করা হয়েছিল তখন এটি ছিল এক টাকার নোট। সেটির উপরে মহাত্মা গান্ধীর ছবি লাগানো ছিল।

advertisement

১৮ বছর পর ১৯৮৭ সালে ৫০০ নোটে গান্ধীজির ছবি ছাপা হয়েছিল। সেটাও আরবিআই জারি করেছিল। এর পর প্রতিটি নোটে গান্ধীজির ছবি ছাপানো হতে থাকে।

এখন আপনার মনে প্রশ্ন জাগবে, নোটে শুধু গান্ধীজির ছবি কেন লাগানো হল! এই প্রসঙ্গে আরবিআই জানিয়েছে, গান্ধীজির ছবি লাগানোর পিছনে কোনও বিজ্ঞান নেই। আরবিআই জানিয়েছে যে নোটগুলিতে যদি কোনও চিহ্ন বা চিহ্ন ব্যবহার করা হয় তবে তা সহজেই অনুলিপি করা যেতে পারে।

advertisement

যে কোনও জড় বস্তুকে কপি করা খুবই সহজ। তবে কোনও মানুষের মুখ হুবহু কপি করা কঠিন। আরবিআই তখন সিদ্ধান্ত নেয়, গান্ধীজির ছবি নোটের জন্য উপযুক্ত। এখন প্রশ্ন জাগে শুধু গান্ধীজির ছবি কেন?

এই বিষয়ে আরবিআই বলেছে, গান্ধীজি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যাঁর চিন্তা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। ভারতকে স্বাধীন করতে গান্ধীজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নোটে অন্য কারও মুখ থাকলে বিরোধিতার মুখে পড়তে হত।

advertisement

সেই সময় গান্ধীজি কলকাতায় ভাইসরয় হাউসে মায়ানমার ও ভারতের তৎকালীন ব্রিটিশ স্টেট সেক্রেটারি ফ্রেডরিক পেথিক লরেন্সের সাথে দেখা করেন। তখনই একটি ছবি তোলা হয়। সেই ছবি সব নোটে ব্যবহার করা হয়।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
টাকায় কেন থাকে গান্ধিজির ছবি! জানেন? এর পিছনে রয়েছে দারুন এক গল্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল