TRENDING:

Mahanaaryaman Scindia: রাজ পরিবারে জন্ম, বাবা কেন্দ্রীয় মন্ত্রী, কোটি কোটি সম্পত্তির উত্তরাধিকারী শুরু করলেন ফল-সবজির ব্যবসা!

Last Updated:

Mahanaaryaman Scindia Business: বাবা কেন্দ্রীয় মন্ত্রী, রাজনীতির পরিচিত মুখ। কিন্তু ছেলে হাঁটলেন একদম উল্টো পথে। রাজনীতি বা সমাজসেবা নয়, শুরু করলেন স্টার্ট আপ। হ্যাঁ, তিনি জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পুত্র মহার্যমান সিন্ধিয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: শরীরে রাজ পরিবারের রক্ত। বাবা কেন্দ্রীয় মন্ত্রী, রাজনীতির পরিচিত মুখ। কিন্তু ছেলে হাঁটলেন একদম উল্টো পথে। রাজনীতি বা সমাজসেবা নয়, শুরু করলেন স্টার্ট আপ। হ্যাঁ, তিনি জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পুত্র মহার্যমান সিন্ধিয়া।
রাজ পরিবারে জন্ম, বাবা কেন্দ্রীয় মন্ত্রী, কোটি কোটি সম্পত্তির উত্তরাধিকারী শুরু করলেন ফল-সবজির ব্যবসা! ((image : @scindiagwalior/instagram)
রাজ পরিবারে জন্ম, বাবা কেন্দ্রীয় মন্ত্রী, কোটি কোটি সম্পত্তির উত্তরাধিকারী শুরু করলেন ফল-সবজির ব্যবসা! ((image : @scindiagwalior/instagram)
advertisement

কৃষি খাতে কাজ করাই মহার্যমানের লক্ষ্য। আর সেই লক্ষ্যকে বাস্তবে রূপ দিতেই সূর্যাংশ রানার সঙ্গে ২০২২ সালে শুরু করেন কৃষি স্টার্ট আপ ‘মাই মান্ডি’। সেই ব্যবসাই আজ ১ কোটি টাকা আয় করল। ২৭ বছর বয়সী মহার্যমানের বোস্টন কনসাল্টিং গ্রুপ এবং সফটব্যাঙ্কের মতো শীর্ষস্থানীয় সংস্থার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে।

আরও পড়ুন- সন্তানদের টাকা-পয়সা না দিয়ে ফূর্তির কথা সগর্বে ঘোষণা করার পর ফের ভাইরাল সেই হরিয়ানার প্রবীণ! সৌজন্যে তাঁর রাশিয়ান বান্ধবী

advertisement

বাবা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো দুন স্কুলেই পড়াশোনা করেছেন মহার্যমান। জিএআইএল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। পড়াশোনার পর বোস্টন কনসাল্টিং গ্রুপে কিছুদিন কাজ করেন। মহার্যমান খাদ্যরসিক। তবে সবচেয়ে পছন্দের জিনিস গানবাজনা। এই শখ থেকেই ক্যাম্পবেল নামের একটি সঙ্গীত অনুষ্ঠান শুরু করেন তিনি। ক্যাম্পবেলে অংশগ্রহণের জন্য মাথাপিছু ৭৫ হাজার টাকা এন্ট্রি ফি এবং মাইগ্রেশনের জন্য ২ লাখ টাকা চার্জ করা হয়। একইভাবে ‘প্রবাস’ নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও করেন মহার্যমান।

advertisement

আরও পড়ুন-মঙ্গল আর বৃহস্পতির আশীর্বাদে সৌভাগ্যের বর্ষণ! এই ৪টি রাশির জাতক-জাতিকারা পাবেন সাফল্যের স্বাদ

সবজির স্টার্টআপ, তাও সফল: ২৭ বছর বয়সে ব্যবসায় নামেন মহার্যমান। শুরু করেন কৃষি স্টার্ট আপ ‘মাই মান্ডি’। অনলাইন সংস্থা। কাজ, তাজা ফল এবং সবজি সরবরাহ করা। মহার্যমানের স্টার্ট আপ স্কেল মডেলে কাজ করে। কোম্পানি একসঙ্গে প্রচুর পরিমাণে সবজি কেনে। তারপর সবজি বিক্রেতাদের কাছে পাঠায়। জয়পুর, নাগপুর, গোয়ালিয়র এবং আগ্রায় পরিষেবা দিচ্ছে মাই মান্ডি। বর্তমানে প্রতিষ্ঠানের আয় মাসে ১ কোটি টাকা। চলতি বছরের শেষ নাগাদ তা পাঁচ কোটি টাকায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রাসাদে বাস: গোয়ালিয়রের জয় বিলাস প্রাসাদে থাকেন মহার্যমান। এই প্রাসাদের ৪০০ কক্ষ, রক্ষণাবেক্ষণে খরচ ৪ হাজার কোটি টাকা। ১৮৭৪ সালে ১.১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এই প্রাসাদ। মহার্যমানের বাবা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বর্তমানে নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রী। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী তাঁর মোট সম্পদের পরিমাণ ৩৭৯ কোটি টাকা।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Mahanaaryaman Scindia: রাজ পরিবারে জন্ম, বাবা কেন্দ্রীয় মন্ত্রী, কোটি কোটি সম্পত্তির উত্তরাধিকারী শুরু করলেন ফল-সবজির ব্যবসা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল