মঙ্গল আর বৃহস্পতির আশীর্বাদে সৌভাগ্যের বর্ষণ! এই ৪টি রাশির জাতক-জাতিকারা পাবেন সাফল্যের স্বাদ
Last Updated:
Astrology: মঙ্গল গ্রহ ইতিমধ্যেই কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করছেন। যার কারণে তৈরি হয়েছে নবপঞ্চম রাজযোগ।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, রাশিচক্রের বিভিন্ন রাশিতে গ্রহগুলির গতিবিধির কারণে নানা সময়ে শুভ এবং অশুভ রাজযোগ গঠিত হয়। মঙ্গল গ্রহ ইতিমধ্যেই কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করছেন। যার কারণে তৈরি হয়েছে নবপঞ্চম রাজযোগ। বৈদিক জ্যোতিষশাস্ত্রে এই রাজযোগকে অত্যন্ত শক্তিশালী বলে গণ্য করা হয়। ফলে এই সময়ে চারটি রাশির জাতক-জাতিকার জীবনে হবে সৌভাগ্যের বর্ষণ।
advertisement
মেষ রাশি: এই রাজযোগের কারণে মেষ রাশির জাতক-জাতিকার জীবনে ইতিবাচক ফল আসছে। এই সময় কাজের বিষয়ে লক্ষ্য স্থির করতে হবে। সেই সঙ্গে দীর্ঘ দিন ধরে আটকে কাজগুলি সম্পূর্ণ করতে হবে। এই রাজযোগে বৃহস্পতির উপর মঙ্গলের দৃষ্টি থাকার কারণে সমাজে মানসম্মান এবং প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের জন্যও সময়টা বেশ ভাল। ব্যবসায়ীরা লাভজনক লেনদেনে মনোনিবেশ করতে সক্ষম হবেন। তাঁদের আর্থিক লাভের সম্ভাবনাও বাড়বে। সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনাও প্রবল।
advertisement
কর্কট রাশি: নবপঞ্চম রাজযোগ চলাকালীন কর্কট রাশি জাতক-জাতিকারা নিজেদের দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজগুলি ফের শুরু করতে পারেন। মঙ্গলের কারণে আর্থিক লাভের মুখ দেখতে পারেন। কোথাও আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সময়ের মধ্যে আবার নতুন যানবাহন কেনার যোগও তৈরি হচ্ছে। সঠিক পথে চলার জন্য শিক্ষার্থীদের সঠিক পদক্ষেপ নেওয়া আবশ্যক। এই সময়ে কর্কট রাশির জাতক-জাতিকারা পরিবারকে পাশে পাবেন।
advertisement
সিংহ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জন্য বৃহস্পতি ও মঙ্গলের সংমিশ্রণ অত্যন্ত উপকারী প্রমাণিত হবে। বৃহস্পতির অভিমুখ মঙ্গলের দিকে রয়েছে। এর ফলে জাতক-জাতিকাদের প্রতিপত্তি বৃদ্ধি পাবে। নবপঞ্চম রাজ যোগের সময় সিংহ রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের অভূতপূর্ব উন্নতি হবে। আটকে থাকা সমস্ত কাজের সম্পন্ন হবে। ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য বিদেশ ভ্রমণে যেতে পারেন। ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পাবে।
advertisement
তুলা রাশি: এই রাশির জাতক-জাতিকারা শুভ ফল পেতে চলেছেন। ব্যবসায়ীদের আর্থিক লাভের যোগ থাকবে প্রবল। আবার চাকরিজীবীদেরও বেতনবৃদ্ধি হবে। নতুন চাকরিতে যোগদানেরও সম্ভাবনা তৈরি হতে পারে। এই সময়ের মধ্যে এই রাশির জাতক-জাতিকার নিজের জীবনসঙ্গীর সঙ্গে দেখা হতে পারে। অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে। ব্যবসায় সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। কাজের সাফল্যের কারণে খ্যাতি বৃদ্ধি পাবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)