শ্যামলা রঙের এই মেয়ের চোখ দেখলে নেশা ধরে যাবে! অম্বর রঙের আইবল! মুখে একটুও মেক-আপ নেই! ধুলো মাখা, আলু থালু চুল! তবুও যেন এই মেয়ের থেকে চোখ ফেরানো যাচ্ছে না! বলা হচ্ছে এবারের কুম্ভ মেলার সেরা সুন্দরী এই মালা বিক্রেতা মেয়ে! এমনকি তাঁর চোখকে বিশ্বের সেরা সুন্দর চোখ বলা হচ্ছে! হুহু করে ভাইরাল হচ্ছে মালা বিক্রেতা কন্যার ভিডিও! কে এই মেয়ে? তাঁর নাম মোনালিসা! ইন্দোর থেকে এসেছেন মেলায়! হঠাৎ করেই কন্টেন্ট ক্রিয়েটারদের চোখে পড়ে যান মোনালিসা! তারপর থেকেই হু হু করে ভাইরাল হন তিনি!
advertisement
সকলেই মোনালিসার ছবি ও ভিডিও তুলতে ছুটছেন। কেউ কেউ বলছেন, এবার তুমি ভাইরাল হয়ে গেছ। আর মালা বিক্রি করতে হবে না! কোটি কোটি টাকা আয় করবে তুমি! সব কথাতেই মোনালিসা হেসে উত্তর দিচ্ছেন। অনেকেই মোনালিসার ছবি তুলতে যাচ্ছেন! তেমন এক ব্যক্তি মোনালিসার ভিডিও করার পর তাঁকে কিছু টাকা দিতে চান, সঙ্গে সঙ্গে না করেন ভাইরাল সুন্দরী মোনালিসা! এই মেয়ে বলেন, আপনি মালা কিনুন তবে আমি টাকা নেব! না হলে আমার টাকা লাগবে না! এই ভিডিও দেখেই প্রশংসা শুরু করেছেন নেটিজেনরা! কয়েক মিলিয়ন ভিউ হয়েছে মোনালিসার ভিডিওতে!