যেমন এই ছবিটি। বস্তুত একটি নেগেটিভ আফটার ইমেজ এটি। এই ছবিতে একদিকে দেখতে পাচ্ছেন একজন পুরুষের নেগেটিভ অবয়ব। তার নাকের একটি বিশেষ জায়গায় হলুদ একটি বিন্দু রয়েছে। এবার ছবির এই পুরুষটির নাকের হলুদ বিন্দুর দিকে ১০ সেকেন্ড একদৃষ্টিতে তাকিয়ে থাকুন।
advertisement
আরও পড়ুন- ল্যাংচার নাম ল্যাংচা হল কেন? বাংলার ঐতিহ্যশালী এই মিষ্টির ইতিহাস অনেকেরই অজানা
১০ সেকেন্ড পরে ছবির পাশের ফাঁকা সাদা জায়গাটিতে চোখ রাখুন। বারে বারে চোখের পলক ফেলতে থাকুন। কী দেখতে পাচ্ছেন? নেগেটিভ ছবি থেকে আসল রঙিন ছবিটিই ভেসে উঠবে চোখের সামনে। আসলে উপরের ছবিটি নীচের ছবির একটি নেগেটিভ ইমেজ ছাড়া আর কিছুই নয়। আপনার মনকে কেন্দ্রীভূত করার জন্য একটি রেফারেন্স পয়েন্ট রাখতে নাকে ওই বিশেষ বিন্দুটি যোগ করা হয়েছে। আজকাল বেশিরভাগ স্মার্টফোনেই নেগেটিভ ছবি তোলার ক্ষমতা সম্পন্ন ক্যামেরা থাকে। এই বৈশিষ্ট্যটি ব্যবহার করে কেউ সহজেই এই ধরণের ছবি তৈরি করতে পারেন।