TRENDING:

Lunar Eclipse 2020: আপনার ভাগ্যে চন্দ্রগ্রহণের কী প্রভাব পড়তে পারে, জেনে নিন

Last Updated:

এই গ্রহণের প্রভাব কতটা মানবজীবনে পড়বে ? জ্যোতিষবিদদের গণনা অনুযায়ী আপনার ভাগ্যে চন্দ্রগ্রহণের কী প্রভাব পড়বে তা দেখে নেওয়া যাক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এ বছর জানুয়ারি মাসে হওয়া চন্দ্রগ্রহণটি যদি আপনি না দেখে থাকেন, তাহলে শুক্রবার আপনার সামনে আবারও সুযোগ। এটি ২০২০-র দ্বিতীয় চন্দ্রগ্রহণ। ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে। এবারের গ্রহণ উপচ্ছায়া চন্দ্রগ্রহণ (Penumbral Lunar Eclipse)। গ্রহণ হবে ৩ ঘণ্টা ১৮ মিনিটের। ভারতীয় সময় শুক্রবার রাত ১১টা ১৫ থেকে শুরু হবে গ্রহণ। চলবে রাত ১২.৫৪ পর্যন্ত। এই গ্রহণের প্রভাব কতটা মানবজীবনে পড়বে ? জ্যোতিষবিদদের গণনা অনুযায়ী আপনার ভাগ্যে চন্দ্রগ্রহণের কী প্রভাব পড়বে তা দেখে নেওয়া যাক ৷
advertisement

মেষ- মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টা কিছুটা কঠিন ৷ ঝামেলা এড়িয়ে চলুন ৷ তাহলেই রক্ষে ৷

বৃষ- ব্যবসার ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে ৷ অযথা কারোর সঙ্গে ঝামেলায় জড়াবেন না ৷

মিথুন- এই সময়টা সতর্ক থাকা প্রয়োজন ৷ শরীর-স্বাস্থ্যের দিকে নজর দিন ৷ কারোর সঙ্গে অযথা বাকবিতণ্ডায় জড়াতে যাবেন না ৷ বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা প্রবল ৷ তাই সতর্ক থাকুন ৷

advertisement

কর্কট- কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্যও সময়টা খুব একটা ভাল নয় ৷ সন্তান ও নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন ৷

সিংহ- পরিবারের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন ৷ পাশাপাশি নিজের শরীর-স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার প্রয়োজন রয়েছে ৷ খারাপ সময় আসলেও তা কাটিয়ে উঠতে পারবেন ৷

কন্যা- ব্যবসার কাজে সব ভেবেচিন্তেই পদক্ষেপ নিন ৷ নাহলে বিপদ ঘটতে পারে ৷ কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে ৷

advertisement

তুলা- কর্মক্ষেত্রে এখন সময়টা খুব একটা ভাল নয় আপনার ৷ তবে ধৈর্য্য ধরুন ৷ ভাল সময় আসবেই ৷ খুব বেশি উত্তপ্ত বাক্য-বিনিময়ে জড়াবেন না ৷ নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন ৷

বৃশ্চিক- মনকে শান্ত রাখুন ৷ খারাপ কিছু ঘটলেও মেজাজ হারাবেন না ৷ পূজার্চনায় মন দিন ৷ মানসিক চাপ বাড়লে কোনও কাজই ঠিকঠাক হবে না ৷

advertisement

ধনু- খারাপ চিন্তা ঝেড়ে ফেলে শুধুমাত্র পজিটিভ চিন্তাভাবনা করুন ৷ কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনাচিন্তা করুন ৷

মকর- ঝগড়াঝাটিতে জড়াবেন না ৷ প্রিয়জনের স্বাস্থ্যের দিকে নজর দিন ৷ ব্যবসায় আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা ৷

কুম্ভ- আপাতত খুব বেশি চিন্তা করার কিছু নেই ৷ কিন্তু আপনার শত্রু কিন্তু প্রচুর ৷ স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

মীন- রাস্তায় বেরলে সাবধানে ৷ কারণ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে ৷ সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে ৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Lunar Eclipse 2020: আপনার ভাগ্যে চন্দ্রগ্রহণের কী প্রভাব পড়তে পারে, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল