আবু ধাবিতে থেকে কাজ করেন রাজীব। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। এক সন্তানের বয়স পাঁচ, অন্যজনের বয়স আট। বিজয়ী টিকিট কেটেছিলেন তাঁর নিজের সন্তানদের জন্মদিনের নম্বর মিলিয়ে। ভাগ্যের এই আকস্মিক পরিবর্তনের কারণে রীতিমতো আত্মাহারা রাজীব।
আরও পড়ুন: শীত চলে গেলে পাওয়া কঠিন; বাজার থেকে সঞ্চয় করে রাখুন এই শাক, ওজন কমাতে একেবারে সিদ্ধহস্ত!
advertisement
সূত্রের খবর তিনি পুরস্কারের অর্থ ১৯ জনের সঙ্গে ভাগ করে নিতে চান। তিনি গত ১০ বছর ধরেই অনলাইনে কাজ করছেন। তিনি ৩ বছর ধরে লটারির টিকিট কাটছেন। এই প্রথম তিনি জিতেছেন বলেও জানিয়েছেন।
আরও পড়ুন: সংক্রমণ রুখতে শারীরিক মিলনের আগে ও পরে প্রস্রাব করা উচিত, জানুন চিকিৎসকের মত
তিনি আরও জানিয়েছেন, তিনি ও তাঁর স্ত্রী ৭ ও ১৩ নম্বর টিকিট বেছে নিয়েছিলেন। দুটি তাঁর সন্তানদের জন্মদিন। দুই মাস আগেই তাঁরা এই টিকিট কেটেছিলেন বলেও জানিয়েছেন। তাতেই তিনি লটারি জিতেছেন।