গত কয়েক বছরে যাত্রীদের জন্য টিকিট বুক করার প্রক্রিয়াটিও রেলওয়ে খুব সহজ করা দিয়েছে। একইসঙ্গে ব্রিটিশ আমল থেকে দেশে রেলের রমরমা চলে আসছে। এদেশে রেলের ইতিহাসও অনেক পুরনো। আর সেই ইতিহাস বেশ কিছু রেলস্টেশনের নামেও লুকিয়ে আছে।
আরও পড়ুন- ছোট্ট মেয়ের জন্য সাইকেলে অভিনব সংযোজন, মায়ের সৃজনকে কুর্নিশ নেটদুনিয়ায়
advertisement
দেশের অনেক রেলওয়ে স্টেশনের নাম বেশ অনন্য। যদিও এর মধ্যে অনেক রেলস্টেশনের নাম বেশ মজার। আপনি কি জানেন, দেশের কোন রেলস্টেশনের নাম সবচেয়ে বড়? আসলে দেশে এমন একটি রেলস্টেশন আছে যার নাম উচ্চারণ করতে আপনার সময় লেগে যেতে পারে।
অন্ধ্রপ্রদেশে একটি রেলওয়ে স্টেশনের নাম এমন, যা দেশের সবচেয়ে বড় নামের রেলওয়ে স্টেশন বলে মনে করা হয়। এই রেলস্টেশনের বানান এমন যে আপনি অবাক হয়ে যেতে পারেন।
আরও পড়ুন- শেষ মহূর্তে সিদ্ধান্ত! এবছর বাগবাজার সর্বজনীনের প্রস্তুতি কেমন?
দেশের বৃহত্তম রেলওয়ে স্টেশনের নাম ভেঙ্কটানারসিমহারাজুভারিপেটা (Venkatanarasimharajuvaripeta)। এর বানানে মোট ২৮টি ইংরেজি অক্ষর রয়েছে। এই স্টেশনটি অন্ধ্র প্রদেশে অবস্থিত। তবে এটি তামিলনাড়ু সীমান্তেরও খুব কাছে অবস্থিত।