TRENDING:

‘‘জোর যার মুলুক তার’’- ১৪ টি সিংহীর বিরুদ্ধে একা লড়ল একটি হাতি, তারপর, ভাইরাল ভিডিও

Last Updated:

যদি ভাবেন এখানেই খেলা শেষ তাহলে ভুল করছেন৷ রেগে থাকা হাতিটি এবার নিজের রঙে আসে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আইএফএস সুশান্ত নন্দা এক চমৎকার ভিডিও শেয়ার করেছেন৷ যা দেখে চক্ষু চড়কগাছ৷ ভিডিওতে দেখা যাচ্ছে ১৪ টি সিংহী একটি হাতিকে আক্রমণ করছে৷  কখনও কোনও সিংহী হাতির পিঠের ওপর বসে তাকে কামড়াতে চেষ্টা করছে৷ কেউ আবার পিছন থেকে হাতিটিকে আক্রমণ করছে৷ ক্রমাগত ঝটকা দিতে দিতে সিংহীগুলিকে নিজের গা থেকে নামিয়ে দিতে তারপর একটি ছোট নদির দিকে দৌড় দিতে৷ কিন্তু ‘‘কমলি নেহি ছোড়তি’ ঢঙে সিংহীগুলিরও চেষ্টার কোনও শেষ নেই৷
lone elephant fights for his life against 14 lionesses-- Photo Courtesy- Twitter Video Garb
lone elephant fights for his life against 14 lionesses-- Photo Courtesy- Twitter Video Garb
advertisement

যতবার ঝটকা দিচ্ছে হাতিটি ততবারই সিংহীগুলি ভেগে যাচ্ছে, কিন্তু তারপরেও আবার সিংহীগুলি ওকে পিছনে তাড়া করছে আর বেয়ে বেয়ে পিঠের ওপরে উঠে যাচ্ছে৷ তবে একটা সময়ের পর হাতির শক্তি ও বুদ্ধির কাছে একেবারে কিস্তিমাত হয়ে যায় সিংহীগুলি৷ এরপর হুড়মুড়িয়ে জলের দিকে এগিয়ে যেতে থাকে হাতিটি৷ কিছু দূর অবধি সিংহীগুলিও তার পিছু করতে চেষ্টা করে৷ জলের মধ্যে যেতেই পিঠে থেকে জলে লাফ দেয় সিংহী৷

advertisement

আরও পড়ুন -  পাহাড়ে পঞ্চায়েত ভোট ২২ বছর পর, নোটিফিকেশন জারি রাজ্য নির্বাচন কমিশনের 

যদি ভাবেন এখানেই খেলা শেষ তাহলে ভুল করছেন৷ রেগে থাকা হাতিটি এবার নিজের রঙে আসে৷ সে ধেয়ে আসে এবার পুরো সিংহীর দলটির দিকে৷ এরপর তার তাড়া খেয়ে সিংহীর দল একেবারে পাড় ধরে দৌড়তে শুরু করে৷

advertisement

দেখে নিন জীবনে হার না মানা মনোবলের দুরন্ত ভিডিও

স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই ভিডিও৷  প্রচুর মানুষ এই ভিডিওটি রিট্যুইট করছে৷ সুশান্ত নন্দা ভিডিওটির বিবরণে লিখেছেন ‘‘১৪ টি সিংহীর হাত থেকে কিভাবে জিতল হাতিটি৷ তাহলে কে জঙ্গলের রাজা হবে? ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

সিংহীরা এই প্রথম হাতিকে আক্রমণ করল তা নয়৷ যখন তারা ক্ষুধার্ত থাকে অথচ খাবার পায় না তখন তারা হাতি, জিরাফ, হরিণ, অ্যান্টিলোপ সবই শিকার করে৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
‘‘জোর যার মুলুক তার’’- ১৪ টি সিংহীর বিরুদ্ধে একা লড়ল একটি হাতি, তারপর, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল