যতবার ঝটকা দিচ্ছে হাতিটি ততবারই সিংহীগুলি ভেগে যাচ্ছে, কিন্তু তারপরেও আবার সিংহীগুলি ওকে পিছনে তাড়া করছে আর বেয়ে বেয়ে পিঠের ওপরে উঠে যাচ্ছে৷ তবে একটা সময়ের পর হাতির শক্তি ও বুদ্ধির কাছে একেবারে কিস্তিমাত হয়ে যায় সিংহীগুলি৷ এরপর হুড়মুড়িয়ে জলের দিকে এগিয়ে যেতে থাকে হাতিটি৷ কিছু দূর অবধি সিংহীগুলিও তার পিছু করতে চেষ্টা করে৷ জলের মধ্যে যেতেই পিঠে থেকে জলে লাফ দেয় সিংহী৷
advertisement
আরও পড়ুন - পাহাড়ে পঞ্চায়েত ভোট ২২ বছর পর, নোটিফিকেশন জারি রাজ্য নির্বাচন কমিশনের
যদি ভাবেন এখানেই খেলা শেষ তাহলে ভুল করছেন৷ রেগে থাকা হাতিটি এবার নিজের রঙে আসে৷ সে ধেয়ে আসে এবার পুরো সিংহীর দলটির দিকে৷ এরপর তার তাড়া খেয়ে সিংহীর দল একেবারে পাড় ধরে দৌড়তে শুরু করে৷
দেখে নিন জীবনে হার না মানা মনোবলের দুরন্ত ভিডিও
স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই ভিডিও৷ প্রচুর মানুষ এই ভিডিওটি রিট্যুইট করছে৷ সুশান্ত নন্দা ভিডিওটির বিবরণে লিখেছেন ‘‘১৪ টি সিংহীর হাত থেকে কিভাবে জিতল হাতিটি৷ তাহলে কে জঙ্গলের রাজা হবে? ’’
সিংহীরা এই প্রথম হাতিকে আক্রমণ করল তা নয়৷ যখন তারা ক্ষুধার্ত থাকে অথচ খাবার পায় না তখন তারা হাতি, জিরাফ, হরিণ, অ্যান্টিলোপ সবই শিকার করে৷