আরও পড়ুন : এই ৫টি হনুমান মন্ত্র পাঠ করুন, জীবন থেকে সমস্ত দুঃখ-দুর্দশা ঘুচে যাবে
এই মন্ত্রই যেন বারংবার বুকের মধ্যে আলাদা করে শক্তির সঞ্চার করে সব ভয় থেকে আমাদের যেন সব সময়েই রক্ষা করে ৷ বসিরহাটের চাকলায় জন্মগ্রহণ করেছিলেন লোকনাথ ঘোষাল ৷ দিনের দিনের পর দিন কঠিন তপস্যাই তাঁকে লোকনাথ ব্রহ্মচারী করেছিল ৷ বাবার ভক্তদেরকে সব সময়ে সৎ পথে চলার পরামর্শ দিয়েছিলেন ৷ জন্মের প্রকৃত অর্থ সবাইকে বুঝিয়েছিলেন ৷ কিছু একটা করে যাওয়ার মুখের ভাষা সব সময়েই যেন মিষ্টি হয় ৷ সেই জন্যই ভক্তদের তিনি মিছরি খেতে দিতেন ৷
advertisement
বাবা লোকনাথের পুজোর জন্য কোনও আড়ম্বর লাগেনা ৷ তিনি অত্যন্ত অল্পেই সন্তুষ্ট তাঁর পুজোয় শুধুমাত্র ফুল, ধূপ, চন্দন ও অবশ্যই আমৃত্তি ও মিছরি ৷ বাবা লোকনাথ আমৃত্তি ও মিছরি খুব ভালবাসেন ৷ তাই বাবা লোকনাথের পুজো করুন আমৃত্তি ও মিছরি সহযোগে আপনি ফল পাবেনই পাবেন ৷ পূরণ হবে মনের সব আশা আকাঙ্খা ৷
আরও পড়ুন : আগামীকাল নাগপঞ্চমী, জেনে নিন মা মনসার পুজো পদ্ধতি ও সহজ মন্ত্র