TRENDING:

Viral Video: টলমল করছে পা, কোমরের ঠুমকায় উড়বে ঘুম, ‘বলিউড আইটেম’-গানে নেচে ঝড় তুলল ছোট্ট খুদে, চেনেন এই একরত্তিকে? না দেখলে বড় মিস!

Last Updated:

Viral Video: ছোট্ট এই শিশুটির মিষ্টি কোমর দুলিয়ে নাচ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে মন গলে গিয়েছে সারা দেশের মানুষের। মন্তব্যের বাক্সে ব্যাপক সাড়া মিলেছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্যাকগ্রাউন্ডে চলছে ‘স্ত্রী ২’ ছবির বিখ্যাত গান ‘আয়ি নেয়ি’। আর সেই গানের তালেই স্বতঃস্ফূর্ত ভাবে কখনও পা মেলাচ্ছে, তো কখনও কোমর দোলাচ্ছে একরত্তি শিশুকন্যা। আর বাংলার ছোট্ট এই শিশুটির মিষ্টি কোমর দুলিয়ে নাচ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে মন গলে গিয়েছে সারা দেশের মানুষের। মন্তব্যের বাক্সে ব্যাপক সাড়া মিলেছে।
News18
News18
advertisement

নদিয়া জেলাতেই থাকে ভিডিও-য় থাকা ওই ছোট্ট শিশুটির। ইনস্টাগ্রামে ‘তোমাদের মেহু’ নামে একটি অ্যাকাউন্ট রয়েছে তার। সেখান থেকেই এই মনমাতানো ভিডিওটি শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যায়, রীতিমতো আত্মবিশ্বাসী ভঙ্গিতে ‘ঝুঁটি খাই থি কসম’ গানে টলমল পায়েই সাবলীলভাবে নিজের মতো করে নেচে যাচ্ছে একরত্তি। কোনও দিকে যেন ভ্রূক্ষেপ নেই তার!

advertisement

প্রসঙ্গত শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী ২’ ছবির গান হল ‘ঝুঁটি খাই থি কসম’। আর এই জনপ্রিয় গানের তালে খুদের নিজের মতো কায়দায় নাচ সকলকে মুগ্ধ করেছে। এখনও পর্যন্ত ক্লিপটির ভিউ ৮০ লক্ষ পার করে গিয়েছে। ভাইরাল ভিডিও-য় দেখা যায়, শিশুটির পরনে রয়েছে সাধারণ ছিমছাম ছাপা জামা। ফ্রিস্টাইল ভঙ্গিতে ঘরের মধ্যে ঘুরে ঘুরে নাচছে সে। নিজের মতো সৃজনশীল ছন্দের গানের তালে তালে পা মেলাচ্ছে। নাচের সঙ্গে সঙ্গে মুখে মিষ্টি আদুরে এক্সপ্রেশনওকরছে। কিন্তু যে বিষয়টা সবথেকে বেশি সকলের নজর কেড়েছে, সেটি হল – ঠুমকা। অর্থাৎ গানের মাঝেমধ্যেই মিষ্টি করে কোমর দুলিয়ে সকলের নজর কেড়েছে একরত্তি শিশু।

advertisement

আরও পড়ুন-কফিনে পড়ল না শেষ পেরেক…! ডিভোর্সের জল্পনায় বিরাট মাস্টারস্ট্রোক, মাথা ভর্তি সিঁদুর পরে কিসের ইঙ্গিত দিলেন ঐশ্বর্য? জানলে আঁতকে উঠবেন

আর এই ভিডিও পোস্ট হতেই মন্তব্যের বাক্সে যেন কমেন্টের ঝড় উঠেছে। একরত্তি শিশুকন্যার এনার্জির প্রশংসা করেন অনেকেই। কেউ কেউ শিশুটির নিষ্পাপ সারল্যেও মুগ্ধ হন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমি তো ওর ঠুমকা দেখে হালই ছেড়ে দিয়েছি। কী ভাল!’ অন্য এক নেটিজেন আবার লিখেছেন যে, ‘এমনকী পেশাদার নৃত্যশিল্পীরাও একবারে এতগুলো স্টেপ করতে পারেন না।’

advertisement

আরও পড়ুন-শোকে পাথর! কাছের প্রিয়জনকে হারালেন কপিল শর্মা, কীভাবে মৃত্যু হল বাঙালি ‘দাস দাদা’র, জানলে চোখে জল আসবে

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

এক নেটাগরিকের বক্তব্য, ‘সৃজনশীলতা একেবারে তুঙ্গে।’ অনেকেই আবার লিখেছেন যে, ‘একেবারে একজন পারফর্মার তৈরি হচ্ছে।’ কেউ কেউ লিখেছেন, ‘শিশুকন্যার এক্সপ্রেশন বা মুখের অভিব্যক্তি অতুলনীয়।’ অনেক নেটিজেন আবার খুদের আত্মবিশ্বাস এবং আনন্দ দেখেই মুগ্ধ হয়ে প্রশংসা করেছেন। এই নাচের ভিডিওটি মাত্র কয়েক সেকেন্ডের হলেও ছোট্ট মেহুর মিষ্টি নাচ নিঃসন্দেহে নেটাগরিকদের মনে এক চিরস্থায়ী এবং গভীর ছাপ রেখে গিয়েছে।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: টলমল করছে পা, কোমরের ঠুমকায় উড়বে ঘুম, ‘বলিউড আইটেম’-গানে নেচে ঝড় তুলল ছোট্ট খুদে, চেনেন এই একরত্তিকে? না দেখলে বড় মিস!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল