Death News: শোকে পাথর! কাছের প্রিয়জনকে হারালেন কপিল শর্মা, কীভাবে মৃত্যু হল বাঙালি ‘দাস দাদা’র, জানলে চোখে জল আসবে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Death News: প্রয়াত কপিল শর্মার শোয়ের নেপথ্য নায়ক দাস দাদা৷ কীভাবে মৃত্যু হল এই দাস দাদার? মিডিয়া রিপোর্ট অনুসারে, দাস দাদা অর্থাৎ কৃষ্ণ দাস গত বছর তার স্ত্রীকে হারিয়েছিলেন। স্ত্রীর মৃত্যুর পর তিনি অসুস্থ হতে শুরু করেন। জানা গেছে যে দাস দাদার হৃদরোগ ছিল, যা ধীরে ধীরে বাড়তে থাকে।
advertisement
advertisement
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টে কপিল লেখেন- 'দাস দাদাকে হারালেন আমরা। আজ আমাদের ভীষণ দুঃখের দিন। বছরের পর বছর ধরে দাসদাদার তোলা অনেক স্মৃতিই এখন তাঁর রেখে যাওয়া চিহ্ন। তিনি যেমন ভদ্রলোক ছিলেন তেমনই আমাদের পাশে থাকতেন সর্বদা। ভীষণ মিস করব দাদা তোমাকে। তোমার আত্মা শান্তিতে থাকুক। তোমার স্মৃতি আমাদের হৃদয়ের প্রতিটি ফ্রেমে রয়ে যাবে।'
advertisement
advertisement
কীভাবে মৃত্যু হল এই দাস দাদার? মিডিয়া রিপোর্ট অনুসারে, দাস দাদা অর্থাৎ কৃষ্ণ দাস গত বছর তার স্ত্রীকে হারিয়েছিলেন। স্ত্রীর মৃত্যুর পর তিনি অসুস্থ হতে শুরু করেন। জানা গেছে যে দাস দাদার হৃদরোগ ছিল, যা ধীরে ধীরে বাড়তে থাকে। -দাস দাদা গত কিছুদিন ধরে আরও অসুস্থ হয়ে পড়েছিলেন। এমন পরিস্থিতিতে, তিনি শো-তে কাজ করতেও পারেননি। অবশেষে আর শেষরক্ষা হল না, এই পৃথিবীকে বিদায় জানিয়ে সকলকে ছেড়ে চলে গেলেন দাস দাদা৷