১।বৃহস্পতির ক্ষেত্রের উপর থেকে।
২। এই ক্ষেত্রের মাঝামাঝি থেকে।
৩। তর্জনীর এবং মধ্যমার মাঝামাঝি থেকে।
৪।শনির ক্ষেত্রের উপরিভাগ থেকে।
৫। শনির ক্ষেত্রের নিচ থেকে।
আরও পড়ুন: এই ৫টি হনুমান মন্ত্র পাঠ করুন, জীবন থেকে সমস্ত দুঃখ-দুর্দশা ঘুচে যাবে
এখন জেনে নেওয়া যাক, কোথায় হৃদয় রেখা থাকলে কেমন হবে আপনার সম্পর্ক-
advertisement
• তর্জনীর একেবারে মূল দেশ থেকে হৃদয়রেখা উত্থিত হলে, তা গভীর প্রেমের সুচনা করে। এমন রেখা বিশিষ্ট স্ত্রী-পুরুষ গভীর প্রেমরোগে সংলগ্ন থাকে। এরা নিজেদের দোষ ত্রুটি দেখতে পায় না।
• শনির ক্ষেত্র পর্যন্ত যদি এটি বিস্তৃত হয়, তাহলে সেই পুরুষ প্রেমের ব্যাপারে স্বার্থপর ও প্রেমের জন্য সে যথা সর্বস্ব ত্যাগ পর্যন্ত করতে পারে। এরা দাতা, পরদুঃখকাতরতা, সমাজ-সংস্কারক এবং নানা প্রতিভাকে কাজে লাগাতে পারে।
• শনির ক্ষেত্রের নীচ দিক থেকে উত্থিত হলে এরা নিজেদের নিয়ে তৃপ্ত থাকে। আত্মকেন্দ্রিকতা ও স্বজন-পোষণ নীতি গ্রহণ করে থাকে। তবে এরা নিজের ভালো সবার আগে চায়।
• কোনও কোনও স্ত্রী-পুরুষের হৃদয়রেখায় অনেক ছোট ছোট নীচের দিক থেকে আসতে দেখা যায়। এমন রেখার অধিকারী পুরুষ অল্প সময়ের মধ্যেই প্রেম পাশে বাঁধা পড়ে। কিন্তু এদের প্রেম স্থায়ী হয় না।
• যদি কোনও জাতকের হৃদয়রেখা শিরোরেখার দিকে ঝুঁকে থাকে, তবে সেই জাতক অত্যন্ত চতুর, কর্মঠ ও বাস্তববাদী হয়।
এমন জাতকের মনোভাব জানতে পারা কিংবা তাঁর হৃদয়কে আকর্ষণ করা খুব কঠিন।