এবার সেই দিনে রয়েছে উপরি পাওনা ৷ কারণ সরস্বতী পুজো পড়েছে দু’দিন ধরে ৷ মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে হয় বাগদেবীর আরাধনা ৷ এ বছর পঞ্চমী পড়ছে ২৯ জানুয়ারি অর্থাৎ বাংলার ১৪ মাঘ, বুধবার ৷ সকাল ৮ টা বেজে ৪৭ মিনিটে পুজো শুরু হচ্ছে এবং শেষ হবে ৩০ জানুয়ারি, ১৫ মাঘ সকাল ১০টা ৫৬ মিনিটে ৷
advertisement
সুতরাং এবার আর পুজো শেষে মন খারাপ নেই ৷ দু’টো দিন মনের সুখে চুটিয়ে আনন্দ করতে পারবে বাঙালি ৷
Location :
First Published :
January 07, 2020 5:56 PM IST
