তিনি একসময় কয়েক মাস ধরে মহাকাশে আটকা পড়েছিলেন এবং তিনি যখন পরে পৃথিবীতে ফিরে আসেন, তখন অনেক কিছুই বদলে গিয়েছিল। যে দেশের অধীনে তিনি মহাকাশে যান সেই দেশটি আর একই রকমের ছিল না।
আরও পড়ুন- খেলনা ভর্তি ঘরেই আছে খরগোশ! খুঁজতে পারবেন কি ১০ সেকেন্ডে? ৯৯% মানুষই ডাহা ফেল
advertisement
আমরা সোভিয়েত ইউনিয়নের মহাকাশচারী সের্গেই ক্রিকালেভের কথা বলছি। ক্রিকালেভকে ১৮ মে, ১৯৯১ সালে মহাকাশযানে পাঁচ মাসের জন্য এমআইআর স্পেস স্টেশনে পাঠানো হয়েছিল। সোভিয়েত ইউনিয়নের আরেক বিজ্ঞানী আনাতোলি আর্তেবারস্কি এবং ব্রিটিশ বিজ্ঞানী হেলেন শারম্যানও তাঁর সঙ্গে ছিলেন।
ক্রিকালেভের কাজ ছিল কিছু অংশ মেরামত করে মহাকাশের স্টেশনের উন্নতি করা। তাঁরা যে সময় মহাকাশে স্পেস স্টেশনের সব কিছু ঠিকঠাক করছিলেন, সেই সময় পৃথিবীতে অনেক কিছুই বদলে যায়। সেই সময় সোভিয়েত ইউনিয়ন ভেঙে যেতে শুরু করে।
ক্রিকালেভ যখন মহাকাশে ছিলেন তখন সোভিয়েত ইউনিয়ন সম্পূর্ণ ভাবে ভেঙে যায়। তারপর যখন তাঁদের পৃথিবীতে ফিরে আসার সময় হয় তখন তাঁদের অর্ডার দেওয়া মতো কেউ ছিল না। ফলে, ক্রিকালেভ বেশ কয়েক মাস ধরে অচল যানে মহাকাশেই পড়েছিলেন।
আরও পড়ুন- ‘এই নরক থেকে মুক্তি পেয়ে আমি খুবই আনন্দিত…’ এই ছিল ছেলের বলা শেষ কথা
মহাকাশে দ্বিগুণ সময় কাটাতে হয়েছিল
ক্রিকালেভকে মহাকাশে পরিকল্পনার চেয়ে দ্বিগুণ সময় ব্যয় করতে হয়েছিল। ১০ মাস মহাকাশে কাটিয়ে তিনি যখন পৃথিবীতে ফিরে আসেন, তখন বিশ্বের মানচিত্র থেকে তাঁর দেশের নাম মুছে যায়। এর কারণে তাকে সোভিয়েত ইউনিয়নের শেষ নাগরিক হিসেবেও বিবেচনা করা হয়। ক্রিকালেভ রাশিয়ান মহাকাশ সংস্থা রোসকসমসের ওই বিভাগের পরিচালকও ছিলেন। এই সংস্থা মহাকাশে নভোচারীদের পাঠায়।