খড়গপুর আইআইটির ডিরেক্টর সুমন চক্রবর্তী বলেন, “৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ৭৫ টাকার স্মারক রুপোর কয়েন হচ্ছে। ভারত সরকার তার অনুমোদন দিয়েছেন।” বিখ্যাত মুদ্রাবিজ্ঞানী সুধীর লুনাওয়াত জানান, “খড়গপুর আইআইটি প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এই মুদ্রা প্রকাশ পেতে চলেছে হলে গেজেটে জানতে পেরেছি। যে মুদ্রাটি খাঁটি রুপোর ৪০ গ্রাম ওজন বিশিষ্ট হবে।”
advertisement
এর পাশাপাশি এও জানা গিয়েছে, ভারত সরকার এই ধরনের মুদ্রা অর্থাৎ ৭৫ টাকা মূল্যমানের স্মারক মুদ্রা ১৪ তম হিসাবে প্রকাশ করতে চলেছে। এর আগে বিভিন্ন অনুষ্ঠানে দেশে এই ধরনের মুদ্রা ১৩ বার প্রকাশ করা হয়েছে।
৭৫ টাকার যে মুদ্রাটি আইআইটি খড়গপুর প্রকাশ করতে চলেছে তাতে ৯৯.৯% রুপো থাকবে। মুদ্রার ব্যাস ৪৪ মিলিমিটার। এই মুদ্রাকে নিয়ে ইতিমধ্যেই সাধারণ মানুষদের মধ্যে কৌতুহল চরমে। কেননা এই ধরনের মুদ্রা অনেকেই সংগ্রহ করতে ভালোবাসেন। তবে এই মুদ্রা সংগ্রহ করা গেলেও কিন্তু তা কেনা বেচার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। আর যারা সংগ্রহ করতে চান তাদের এই মুদ্রা সংগ্রহের জন্য ৭৫০০ টাকা খরচ করতে হবে বলে জানা যাচ্ছে।