সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছিলেন জনপ্রিয় ইউটিউবার তথা শিক্ষক খান স্যার। এমনিতে সরল-সাদামাটা জীবনযাপন করেন এই শিক্ষক। আর নিজের সরল জীবনযাপন আর শিক্ষকতার প্রতি তাঁর নিষ্ঠার কারণে অচিরেই জনপ্রিয় হয়ে উঠেছেন এই খান স্যার। ফলে একপ্রকার গোপনেই বিয়েটা সেরেছেন তিনি।
advertisement
একটি ভিডিও-র মাধ্যমে নিজের ছাত্রছাত্রীদের সঙ্গে এই খুশির খবর ভাগ করে নিয়েছেন। বিহারের পটনার বাসিন্দা খান স্যার। ব্যাখ্যা করে বলেন যে, যদিও বিয়ের দিনক্ষণ আগে থেকেই পাকা করে রাখা হয়েছিল। সেই অনুযায়ী ভারত-পাক উত্তেজনার মাঝেই সেই বিবাহ সম্পন্ন হয়েছে। কাউকেই সেভাবে নিমন্ত্রণ করেননি বিয়েতে। জানান, নিজেদের আনন্দ উদযাপনের তুলনায় বড় হয়ে দাঁড়িয়েছিল জাতীয় উদ্বেগ। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন যে, “আমি এই খবরটা প্রথমেই তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি, কারণ আমি আজ যা কিছু হয়েছি, সেটা তোমাদের জন্যই!”
ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে করা ভিডিও-য় খান স্যার আগেই জানিয়েছিলেন যে, আগামী ৬ জুন ২০২৫ তারিখে নিজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ বিয়ের ভোজের আয়োজন করেছেন। তাঁর ভক্তরা এই খবরে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত। নববধূর ছবি দেখতেও চেয়েছেন তাঁরা। কিন্তু ভক্তদের সেই অনুরোধ বিনয়ের সঙ্গেই প্রত্যাখ্যান করেছেন খান স্যার। জানিয়েছেন যে, নিজের জীবনের এই অংশটাকে ব্যক্তিগতই রাখতে চান তিনি। এমনিতে তো মাটির মানুষ এই খান স্যার। আর ছাত্রছাত্রীদের প্রতি শিক্ষকতার ক্ষেত্রেও যথেষ্ট প্রতিশ্রুতিবদ্ধ তিনি। ফলে তাঁর ভক্তের সংখ্যা নেহাত কম নয়।