কেরলের কোট্টায়ামের একটি সরকারি নার্সিং কলেজে র্যাগিংয়ের এক ভয়াবহ ঘটনায় পাঁচজন তৃতীয় বর্ষের ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, প্রথম বর্ষের তিন ছাত্রকে তিন মাস ধরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায় তৃতীয় বর্ষের পাঁচ ছাত্র। এই ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
advertisement
গত নভেম্বর থেকে শুরু হওয়া এই নির্যাতনের বিবরণে বলা হয়েছে, প্রথম বর্ষের ছাত্রদের নগ্ন অবস্থায় দাঁড় করিয়ে তাদের গোপন অঙ্গে ডাম্বেল ঝুলিয়ে দেওয়া হতো। জ্যামিতি বক্সের কম্পাসের মতো ধারালো জিনিস দিয়ে তাদের শরীরে আঘাত করা হতো। ক্ষতস্থানে লোশন লাগিয়ে আরও যন্ত্রণা দেওয়া হতো। চিৎকার করলে তাদের মুখে জোর করে লোশন ঢুকিয়ে দেওয়া হত।
এই নির্যাতন আর সহ্য করতে না পেরে এক ছাত্র গোটা ঘটনাটা তার বাবাকে জানায়। তিনি কোট্টায়াম গান্ধিনগর থাকায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতেই পাঁচ সিনিয়র ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অ্যান্টি-র্যাগিং আইনে মামলা দায়ের করা হয়েছে।