ভরা বর্ষার মরসুমে খানা-খন্দে ভরা ভাঙা রাস্তা দিয়ে হেঁটে চলেছেন ওই বধূ। পরনে ভারী সিল্কের শাড়ি, গয়না। গর্তে ভরে রয়েছে বৃষ্টির জল। আর সেই গর্ত পেরিয়েই বিয়ের অভিনব শ্যুট করেছেন ওই নববধূ। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আপাতত ভাইরাল হয়েছে। বৃষ্টির কাদা জল যাতে কোনও ভাবে নতুন শাড়িতে লেগে নষ্ট না হয়, তার জন্য আঁচল সামলে চলেছেন তিনি।
advertisement
আরও পড়ুন: সংখ্যাতত্ত্বে ২২ সেপ্টেম্বর; দেখে নিন কেমন যাবে কালকের দিন
আরও পড়ুন: ২২ সেপ্টেম্বর হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন
ভিডিওটি নিমেষের মধ্যে প্রায় ৪.৩ মিলিয়ন ভিউজ পেয়েছে। বহু মানুষ মন্তব্যও করেছেন নববধূর এমন অভিনব শ্যুট ও সাহস নিয়ে। বাস্তবের সমস্যাকে নিজের বিয়ের ভিডিও শ্যুটে এভাবে ব্যবহার করে সমাজকে বড় বার্তা দিতে চেয়েছেন তিনি। নেটিজেনরা নববধূকে কুর্নিশ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে এমন অভিনব ভিডিও।