হুবলির গোপানকোপায় গণেশ মূর্তি তৈরির কাজ পুরোদমে চলছে। গণপতি মূর্তি তৈরি করছেন মুসলিম মহিলা শিল্পী৷ হিজাবের আড়ালে থাকা দুটি চোখ, দুটি হাত আর শিল্পী মন দিয়ে তৈরি হচ্ছে এই মূর্তি৷ গণেশ উৎসবের আর কয়েকদিন বাকি। হুবলিতে গণেশ মূর্তি তৈরির কাজ পুরোদমে চলছে। কর্ণাটকের গোপানকোপায় তৈরি হচ্ছে বিভিন্ন গণেশ মূর্তি।
advertisement
গণেশ মূর্তি তৈরি করে দৃষ্টি আকর্ষণ করছেন মুসলিম নারী। আকর্ষণীয় মূর্তি তৈরি করে সবাইকে হতবাক করে দিয়েছেন তিনি। সুমন হাভেরি হিন্দু দেবতার মূর্তি তৈরি করেন অনায়াস দক্ষতায় ও শৈল্পিক ছোঁওয়ায়। যাঁরা মূর্তি কেনেন তাঁরা সকলেই সুমনের হাতের কাজের প্রশংসা করেন।
একজন মুসলিম মহিলা গোপানকোপার অরুণ যাদবের হয়ে কাজ করেন৷ গত ১৫ বছর ধরে গণেশের মূর্তি তৈরি করছেন অরুণ। এখন তাঁর ছেলে অনুপ যাদব এবং তাঁর স্ত্রী নিরুপমা গণেশ মূর্তি তৈরি করছেন।
গুজরাতের বিশেষ মাটিতে প্রতিমা তৈরি
পিওপি নিষিদ্ধ করার পর গুজরাটের পোরবন্দর থেকে মাটি এনে বিশেষ মূর্তি তৈরি করা হয়। হালকা ওজনের, ক্র্যাক প্রুফ কাগজও ব্যবহার করা হয়৷ সুমন হাভেরি ৪ বছর আগে অরুণের তত্ত্বাবধানে কাজ করেন৷
অরুণ যাদব নিজেই সুমনকে শিখিয়েছিলেন কীভাবে গণেশ মূর্তি তৈরি করতে হয়। সুমন মূর্তি সাজাতে এবং চূড়ান্ত স্পর্শ দিতে পারদর্শী। বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ এখানে গণেশ মূর্তি তৈরি করে। ১ ফুট থেকে ৮ ফুট পর্যন্ত গণেশ মূর্তি তৈরি করা হয়। মূষিক বাহন -গজদন্ত মোদক উৎসবের প্রস্তুতি এবারও পুরোদমে চলছে।