আরও পড়ুন– SSMB29? মহেশ-রাজামৌলির ছবির এই নামের পিছনে আসল কারণ কী?
সংবাদ সংস্থা এএফপি জানাচ্ছে, বুধবার রাতে অন্তত দু’টি জোরালো বিস্ফোরণ ঘটেছে কাবুল শহরের প্রাণকেন্দ্রে। আফগান সরকারের মুখপাত্র জবিউল্লা মুজাহিদও এক্স পোস্টে বিস্ফোরণের কথা স্বীকার করে নিয়ে জানিয়েছেন, এ সংক্রান্ত তথ্য পরে দেওয়া হবে। যদিও তালিবানের একটি সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে দাবি, পাকিস্তানি বায়ুসেনার যুদ্ধবিমান বা ড্রোন হামলার কারণেই এই বিস্ফোরণ। ওই খবরে দাবি, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সক্রিয় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) বিদ্রোহী বাহিনীর কয়েকটি ডেরা রয়েছে কাবুলে। সেগুলিকেই নিশানা করেছে পাক বায়ুসেনা।
advertisement
আরও পড়ুন– কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস ! বর্ষা বিদায় নেবে কবে?
তবে আপাতত কাবুলে ঠিকঠাকই রয়েছেন শিবাজি এবং পৃথ্বীজিৎ ৷ রাতে হোটেলে বসে বিস্ফোরণের শব্দও পেয়েছিলেন তাঁরা ৷ কিন্তু আর কোনও সমস্যা হয়নি বলেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে জানিয়েছেন শিবাজি ও পৃথ্বীজিৎ ৷ আর এই আচমকা পাক হামলার জন্য তাঁরা আফগানিস্তান সফরও বাতিল করছেন না ৷ কাবুলের পর কান্দাহার এবং আফগানিস্তানের অন্যান্য শহরেও তাঁরা যাবেন বলে জানিয়েছেন শিবাজি পাল ৷ এরপর ইউরোপ ভ্রমণে বেরনোর কথাও রয়েছে তাঁদের ৷ আর কিছুদিন পরেই হেলসিঙ্কির ফ্লাইট রয়েছে ৷ কোনও সমস্যা হলে বিকল্প পথও ভেবে রেখেছেন তাঁরা ৷ তবে এই পাক হামলা নিয়ে খুব একটা চিন্তিত তাঁরা নন বলেই জানিয়েছেন ৷ বরং আফগানিস্তান ভালমতো ‘এক্সপ্লোর’ করাই এখন লক্ষ্য এক্সপ্লোরার শিবাজীর ৷