TRENDING:

Junk Food: জাঙ্ক ফুড খেয়ে একাদশ শ্রেণীর ছাত্রীর মৃত্যু? খবর শিরোনামে আসতেই ডাক্তার জানালেন আসল কারণ! চাঞ্চল্যকর

Last Updated:

Junk Food UP Girl: উত্তর প্রদেশের আমরোহা জেলার একাদশ শ্রেণির এক ছাত্রী তিন দিন আগে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) -এ মারা যায়। ডাক্তার জানিয়ে দিলেন কী কারণে মৃত্যু অহনার, জানুন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: উত্তর প্রদেশের আমরোহা জেলার একাদশ শ্রেণির এক ছাত্রী তিন দিন আগে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) -এ মারা যায়। ছাত্রীটির পরিবার দাবি করেছে যে, অহনা জাঙ্ক ফুড খেতে খুব পছন্দ করত। যার ফলে তার অন্ত্রে সংক্রমণ ঘটে এবং তার মৃত্যু হয়। পরিবারের দেওয়া মৃত্যুর কারণে এমন চাঞ্চল্যকর দাবি ভাইরাল হয়ে যায়।
অহনা জাঙ্ক ফুড খেতে খুব পছন্দ করত
অহনা জাঙ্ক ফুড খেতে খুব পছন্দ করত
advertisement

এখন প্রশ্ন হল, অহনা কি সত্যিই জাঙ্ক ফুড খেয়ে মারা গিয়েছে? যদি হ্যাঁ, তাহলে কীভাবে? আর যদি না হয়, তাহলে তার মৃত্যুর আসল কারণ কী? এর সহজ উত্তর হল, না। ফাস্ট ফুড খাওয়ার কারণে অহনার মৃত্যু হয়নি। দিল্লি এইমসের সঙ্গে যুক্ত সরকারি সূত্রের মতে, ওই ছাত্রী একাধিক অসুস্থতায় ভুগছিলেন, যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

advertisement

আরও পড়ুন: শীত এলেই শুষ্ক ত্বক-গলা ব্যথা-হাঁচি-কাশিতে ভোগা? ভিটামিন B2 একমাত্র ‘মহৌষধ’, কী খেলে পাওয়া যায় জানুন

১৯ ডিসেম্বর অহনাকে এইমস-এ ভর্তি করা হয়েছিল এবং ডঃ সুনীল চুম্বরের নেতৃত্বে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। যখন তাকে এইমস-এ আনা হয়েছিল, তখন তিনি ইতিমধ্যেই টাইফয়েডে ভুগছিলেন। সংক্রমণ এতটাই তীব্র হয়ে উঠেছিল যে তার অন্ত্রে ছিদ্র তৈরি হয়েছিল। এই ধরনের ক্ষেত্রে, টাইফয়েড সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অস্ত্রোপচার করা যাবে না। সূত্র আরও জানিয়েছে যে, ছাত্রীর যক্ষ্মা (টিবি) রোগ ছিল। একাধিক অসুস্থতা এবং জটিলতার কারণে, অহনা ২১ ডিসেম্বর মারা যান। জাঙ্ক ফুড বা প্রক্রিয়াজাত খাবার খাওয়ার কারণে তার মৃত্যু হয়নি। জাঙ্ক ফুড খাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে এমন দাবির কোনও ভিত্তি নেই।

advertisement

আরও পড়ুন: এসআইআর-এর শুনানি পর্ব শুরু ২৭ ডিসেম্বর, প্রথমেই কাদের ডাকা হবে? ১০ লক্ষ নোটিস পাঠাল কমিশন

এইমসের চিকিৎসকেরা কী জানিয়েছেন অহনার মৃত্যুর কারণ নিয়ে?

সেরা ভিডিও

আরও দেখুন
সাইকেল বোট থেকে কায়াকিং-এর মজা জঙ্গলমহলে, সুবর্ণরেখাতে শীতে বিরাট চমক!
আরও দেখুন

অহনার আত্মীয় সাজিদ খান বলেন, দিল্লি এইমসের চিকিৎসকরা পরিবারকে জানিয়েছেন যে অহনার মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়ে হয়েছে। তিনি আরও বলেন যে, এইমস-এ তিনি চমৎকার চিকিৎসা পেয়েছে, প্রয়োজনীয় সকল পরীক্ষা-নিরীক্ষা করেছে এবং এমনকি সুস্থ হয়ে উঠছে। তবে হঠাৎ করেই সে মারা গেছে। সাজিদ খান বলেন, এইমস এবং এর ডাক্তারদের চিকিৎসায় তিনি সম্পূর্ণ সন্তুষ্ট।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Junk Food: জাঙ্ক ফুড খেয়ে একাদশ শ্রেণীর ছাত্রীর মৃত্যু? খবর শিরোনামে আসতেই ডাক্তার জানালেন আসল কারণ! চাঞ্চল্যকর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল