কিন্তু কী এমন দেখা গিয়েছে ভাইরাল ওই ভিডিওটিতে। এক্স (পূর্বে ট্যুইটার) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস (আইএফএস) অফিসার পরভিন কাসওয়ান এই ঘটনাটির ভিডিও শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন যে, তিনি কি সবথেকে ভাগ্যবান জীবন্ত মানুষ? মনে হচ্ছে, করবেটের বাঘ সেসবের পরোয়া করে না। জিম করবেট ন্যাশনাল পার্কের কাছে জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক ব্যক্তি বাঘের হামলা থেকে একটুর জন্য বেঁচে গিয়েছেন।
advertisement
ভিডিওটিতে দেখা গিয়েছে যে, ভোরবেলা সুনসান জঙ্গলের পথ ধরে একা একাই হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। সেই সময় আচমকাই যেন বিপদ বুঝে দাঁড়িয়ে যান তিনি। এরপর দেখা যায়, লাফ দিয়ে জঙ্গল থেকে বেরিয়ে একটি বাঘ ছুটে রাস্তার ও-পারে চলে যাচ্ছে। ওই ব্যক্তি সময় নষ্ট না করে তৎপরতা দেখিয়ে দ্রুত পিছনে দৌড় লাগিয়েছিলেন বলে প্রাণে বেঁচে গিয়েছিলেন। অন্য দিকে বাঘটি দৌড়ে রাস্তার অন্য দিকে চলে যাওয়ার সময় তার চালচলনে কোনও হিংস্রতা লক্ষ্য করা যায়নি। আর সবথেকে বড় কথা হল, ওই ব্যক্তি প্রাণে বেঁচে গিয়েছেন এবং নিরাপদেই রয়েছেন।
ওই ঘটনার ভিডিও পোস্ট হতে না হতেই তা দ্রুত হারে ছড়িয়ে পড়তে পারে। ফলে ভিডিওটিকে ভিউ ১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। একজন নেটিজেন মজার ভঙ্গিতে লিখেছেন, “বাঘটা হয়তো নিজের ক্যালোরি ঝরাতে চাইছিল। তাই এটা বাঘটার জন্য ওটা প্রাতঃভ্রমণ।” আর এক নেটাগরিক আবার লিখেছেন যে, “আমার মনে হয় না বাঘটা এখনও শিকার করতে শিখেছে। খুব বেশি হলে তার বয়স মাত্র ২ বছর।”
