আরও পড়ুন– জ্যোতির্লিঙ্গ যাত্রার সুবর্ণ সুযোগ, আইআরসিটিসি-র এই প্যাকেজ ট্যুরের বিষয়ে জানেন কি?
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শহরের বাসস্ট্যান্ড থেকে বড়ুয়াসাগর শহরে যাওয়ার বাসে ভাড়া নিয়ে এক যাত্রী ও কন্ডাক্টরের মধ্যে আবারও হিংসার ঘটনা সামনে এসেছে। ওই বাসে এক মহিলা হোম গার্ড ও কন্ডাক্টরের মধ্যে বিবাদ শুরু হলে সারা বাসেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
advertisement
জনতা মারফত জানা গিয়েছে যে, ওই মহিলা হোম গার্ড ভাড়া বাবদ ৩৩ টাকার পরিবর্তে কন্ডাক্টরকে মাত্র ২০ টাকা হাতে ধরিয়ে দেন। কন্ডাক্টর যখন মহিলা হোম গার্ডের কাছ থেকে পুরো ভাড়া চাওয়ার জন্য তাগিদ দেন তখন বিবাদ শুরু হয়।
আরও পড়ুন- ৩০ মে কর্কটে গমন শুক্রের! কারা কারা লাভবান হবেন এতে? এড়িয়েই বা কী চলতে হবে?
ওই মহিলার কাছ থেকে বার বার বাকি ভাড়া চাওয়ার জন্য তাগাদা দিলে ওই মহিলা রেগে গিয়ে কন্ডাক্টরকে চড় মারতে শুরু করেন। মহিলা হোম গার্ডের বাস কন্ডাক্টরকে মারধরের ভিডিও ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিওই এখন ঘুরছে লোকের হাতে হাতে। তবে মহিলা হোম গার্ড অভিযোগে জানিয়েছেন যে ওই কন্ডাক্টর তাঁর শ্লীলতাহানি করেছিলেন।
বর্তমানে উভয় পক্ষের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত করছে। পুলিশের এক কর্মকর্তারা জানিয়েছেন যে, এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কেন মহিলা হোম গার্ড বাসের কন্ডাক্টরকে মারধর করলেন, তা পুলিশ খতিয়ে দেখবে বলে আশ্বাস দিয়েছে। তিনি জানান, আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। তদন্তে যে-ই দোষী সাব্যস্ত হবে, তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শহরে এই ঘটনায় সাড়া পড়ে গিয়েছে। অনেক যাত্রীই প্রতিদিনের এই বিবাদের জেরে বিরক্ত বোধ করছেন।