IRCTC Tour Packages: জ্যোতির্লিঙ্গ যাত্রার সুবর্ণ সুযোগ, আইআরসিটিসি-র এই প্যাকেজ ট্যুরের বিষয়ে জানেন কি?

Last Updated:

IRCTC Jyotirlinga Tour Package: আইআরসিটিসি-র ভারত গৌরব ট্রেন কলকাতা থেকে রওনা হচ্ছে। এর ফলে দেশের প্রধান কয়েকটি জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবেন সাধারণ মানুষ।

জ্যোতির্লিঙ্গ যাত্রার সুবর্ণ সুযোগ, আইআরসিটিসি-র এই প্যাকেজ ট্যুরের বিষয়ে জানেন কি?
জ্যোতির্লিঙ্গ যাত্রার সুবর্ণ সুযোগ, আইআরসিটিসি-র এই প্যাকেজ ট্যুরের বিষয়ে জানেন কি?
শিখা শ্রেয়া
রাঁচি: আমাদের দেশে ধর্মীয় স্থানমাত্রেই ভ্রমণপিপাসু মানুষদের গন্তব্য। তবে অনেক সময় সুযোগ-সুবিধের অভাবে পছন্দের জায়গায় যাওয়া হয়ে ওঠে না। তবে এবারে দর্শনার্থীদের জন্য সুখবর! আইআরসিটিসি-র ভারত গৌরব ট্রেন কলকাতা থেকে রওনা হচ্ছে। এর ফলে দেশের প্রধান কয়েকটি জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবেন সাধারণ মানুষ।
আইআরসিটিসি রাঁচি অফিসের ম্যানেজার মুকেশ চৌধুরি জানিয়েছেন যে ট্রেনটি কলকাতা থেকে যাত্রা শুরু করে ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে পাকুড় ও সাহেবগঞ্জ দুটি স্টেশনে থামবে। ট্রেনটি বর্ধমান, বোলপুর, শান্তিনিকেতন, রামপুর হাট, কাহালগাঁও, ভাগলপুর, জামালপুর, কিউল, বারাউনি, সমষ্টিপুর, মুজাফফরপুর, হাজিপুর জংশন, পাটলিপুত্র, আরা, বক্সার, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, প্রয়াগরাজ এবং চীবকি জংশনেও তীর্থযাত্রীদের জন্য থামবে।
advertisement
advertisement
কী কী সুবিধা পাওয়া যাবে?-
এই ট্রেনটিতে খাওয়া-দাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। এর মধ্যে সকালের জলখাবার থেকে দুপুরের খাবার, সন্ধ্যার জলখাবার এবং রাতের খাবার সবই অন্তর্ভুক্ত রয়েছে। ট্রেনে অভিজ্ঞ চিকিৎসক ও প্রাথমিক চিকিৎসার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। খাবারে থাকছে বিশুদ্ধ নিরামিষ আহার। পাশাপাশি জনপ্রতি ২ লিটার জলের বোতলও দেওয়া হবে। এছাড়াও ট্রেনে মোট ১৫০ সদস্যের একটি দল রয়েছে যারা যাত্রীদের বিশেষ যত্ন নেওয়ার জন্য প্রস্তুত। দর্শনস্থলের স্টেশন যাত্রীদের হোটেলে নিয়ে যাওয়া এবং সেখান থেকে আবার ট্রেনে নিরাপদে পৌঁছে দেওয়া সব ব্যবস্থাই থাকছে এতে।
advertisement
দর্শনস্থান
দর্শনস্থানের মধ্যে রয়েছে উজ্জয়িনীর মহাকালেশ্বর ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ, দ্বারকার শ্রীনাগেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং শ্রীদ্বারকাধীশ মন্দির, সোমনাথের শ্রীসোমনাথ জ্যোতির্লিঙ্গ, শিরডির সাঁই বাবা মন্দির, নাসিকের ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, শনি সিঙ্গনাপুর মন্দির। ট্রেনটি আগামী ৩১ মে, ২০২৩ তারিখে পুনরায় নিজের গন্তব্যস্থলে ফিরে যাবে।
advertisement
বাজেট কত?
স্লিপার ক্লাসের যাত্রীদের জনপ্রতি ২০,০৬০ টাকা দিতে হবে। থার্ড এসি ক্লাসে জনপ্রতি ফি ৩১,৮০০ টাকা এবং সেকেন্ড এসি ক্লাসে জনপ্রতি ৪১,৬০০ টাকা। যাত্রীরা ট্রেনের ক্যাটাগরি অনুযায়ী শীতাতপ নিয়ন্ত্রিত ও সাধারণ যে কোনও হোটেলে থাকতে পারবেন।
মোট ১০০০ জন যাত্রী নিয়ে ট্রেনটি দর্শনস্থলে পৌঁছবে। এখনও পর্যন্ত যা বুকিং করা হয়েছে, তার মধ্যে ৬০ শতাংশই বয়স্ক ব্যক্তিরা করেছেন। যাঁরা এখনও বুকিং করার কথা ভাবছেন তাঁরা আইআরসিটিসি ওয়েবসাইটে www.itrccttourism.com গিয়ে বুকিং করতে পারেন। যাত্রীরা অনুমোদিত এজেন্টের মাধ্যমেও বুকিং করতে পারেন। একই সঙ্গে এই মোবাইল নম্বর ৮৫৯৫৯০৪০৭৪, ৮৫৯৫৯৩৭৯০২ নম্বরে কল করে সম্পূর্ণ তথ্য জানতে পারেন।
বাংলা খবর/ খবর/দেশ/
IRCTC Tour Packages: জ্যোতির্লিঙ্গ যাত্রার সুবর্ণ সুযোগ, আইআরসিটিসি-র এই প্যাকেজ ট্যুরের বিষয়ে জানেন কি?
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে
  • দক্ষিণের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement