পুরী থেকে ঋষিকেশ যাওয়ার ট্রেন ১৮৪৭৭ নম্বর উৎকল এক্সপ্রেস সকাল ৭টা ২০ মিনিটে ঝাঁসি পৌঁছলে নিরাপত্তা বাহিনী এসে ট্রেনটিতে তল্লাশি চালাতে শুরু করে। RPF-এর কাছে আগে থেকেই এই বিষয়ে ইনপুট ছিল। ট্রেনের এ-২ নম্বর কোচের ২৯ নম্বর সিটে বসেছিলেন এক যুবক। যুবকের ব্যাগ খুলে তা থেকে রুপোর গয়না ও নগদ টাকা উদ্ধার করা হয়। জিআরপি যুবককে ট্রেন থেকে তুলে থানায় নিয়ে আসে। তার ব্যাগে পাওয়া রুপোর ওজন করা হয়েছিল। মোট সাড়ে ১১ কেজির রুপো উদ্ধার হয়। উদ্ধারকৃত রুপোর বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা। যুবকের কাছ থেকে ৯.৩৯ লক্ষ টাকার ক্যাশও পাওয়া গিয়েছে।
advertisement
যুবক তার নাম শশাঙ্ক গুপ্তা বলে জানিয়েছেন। আরও বলা হয়েছে যে তিনি আগ্রার ফতেহাবাদ থানা এলাকায় অবস্থিত পুরানি গাল্লা মান্ডির বাসিন্দা। যুবক নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছেন। জানালেন, রুপো ও টাকা নিয়ে ট্রেনে আগ্রা যাচ্ছিলেন। ওড়িশার রাউরকেল্লা থেকে রুপোর গয়না এনেছেন। তাকে এই মালপত্র আগ্রায় পৌঁছে দিতে বলা হয়েছিল। এরপরেই তাকে আটক করা হয়।
আরপিএফ-এর ইনচার্জ ইন্সপেক্টর আর কে কৌশিক জানিয়েছেন যে ইন্সপেক্টর ক্রাইম উইং এবং জিআরপি যৌথভাবে ঝাঁসি স্টেশনে চেকিং অভিযান চালিয়েছিল। চার নম্বর প্ল্যাটফর্মে আসা উৎকল এক্সপ্রেসের এ-২ কোচে তল্লাশি চালানো হয়। ২৯ নম্বর সিটে বসা সন্দেহভাজন যাত্রীর ট্রলি ব্যাগ খুললে তাতে রুপোর গয়না রাখা ছিল। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকাও। জিজ্ঞাসাবাদের জন্য সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নামিয়ে নিয়ে যাওয়া ওই যুবককে।