• এ দিন সকাল সকাল স্নান সেরে নিন ৷ বাড়ির জগন্নাথদেবের মূর্তিকে সাদা, হলুদ ফুলে সাজিয়ে তুলুন ৷ সঙ্গে সাজিয়ে তুলুন বলরাম ও সুভদ্রাকেও ৷
• সাদা চন্দন দিয়ে জগন্নাথকে সাজাতে ভুলবেন না যেন ৷
• এ দিন জগন্নাথ দেবের সামনে জ্বালিয়ে দিন ঘিয়ের প্রদীপ ৷ লক্ষ্য রাখুন প্রদীপটি যেন জ্বলতে থাকে ৷
advertisement
• সেই প্রদীপ থেকে জ্বালিয়ে নিন রথে রাখা প্রদীপটি ৷
• ঠাকুর ঘর ছাড়া, ঘরের অন্য কোথাও জগন্নাথ দেবের মূর্তি থাকলে, সব মূর্তিতেই মালা, ফুল দিন ৷
• জগন্নাথ ক্ষীর খেতে ভালেবাসেন ৷ ক্ষীর যেন থাকে জগন্নাথের প্রসাদে ৷
• রথ টানার আগে অবশ্যই শঙ্খ ধ্বনি ও কাঁসর-ঘণ্টা বাজান ৷
• জগন্নাথ দেবকে তুষ্ট করতে তাঁর মন্ত্রচ্চারণ করুন । ‘ নীলাচলনিবাসায় নিত্যায় পরমাত্মনে। বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ।’ এই মন্ত্রের অর্থ হল-‘পরমাত্মা স্বরুপ যাঁরা নিত্যকাল নীলাচলে বসবাস করেন, সেই বলদেব, সুভদ্রাও জগন্নাথদেবকে প্রণতি নিবেদন করি।’