কেউ মুরগির মাংস খেতে ভালবাসেন। কেউ রেওয়াজি খাসি। হরিণ, ক্যাঙারু, গরু এমনকী, কুমিরের মাংস খাওয়ার চলও রয়েছে। কিন্তু মানুষের মাংস? শুনলেই শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। আতঙ্ক গ্রাস করে। শ্লেষ্মা, রক্ত, চর্বির একটা আস্ত মানুষকে কেটেকুটে খাওয়া যায় না কি? এ কী সম্ভব?
নিকোলাস ক্লক্সের পক্ষে সম্ভব। তিনি মানুষের মাংস খান। যার পোশাকি নাম ক্যানিবাল। তিনি নিজে মুখেই স্বীকার করেছেন এ কথা। মানুষের মাংসের স্বাদ কেমন, রসিয়ে রসিয়ে তার বিবরণও দিয়েছেন তিনি। নিকোলাসের সেই সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চমকে উঠেছে গোটা বিশ্ব।
advertisement
ন্যাড়া মাথা। মুখে চাপ দাড়ি, গোঁফ। ছোটছোট চোখ, কিন্তু ধারালো। যেন জ্বলছে। নিচু গলায় বলে চলেছেন মানুষের মাংস খাওয়ার অভিজ্ঞতার কথা। দেখলে মনে হবে না মানুষটার ভিতরে এমন ভয়ঙ্কর সত্ত্বা লুকিয়ে রয়েছে। শুধু ওই চোখটুকু বাদ দিয়ে।
নিকোলাস ফ্রান্সের বাসিন্দা। খুন এবং মানুষের মাংস খাওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতারও করেছিল পুলিশ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ‘দ্য প্যারানর্মাল ফাইলস’ নামের অ্যাকাউন্ট থেকে নিকোলাসের সাক্ষাৎকারের ভিডিও পোস্ট করা হয়েছে।
মুরগি কিংবা খাসির মাংসের তুলনায় মানুষের মাংস বেশি সুস্বাদু। এমন চমকে দেওয়া দাবি করেছেন নিকোলাস। সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞেস করা হয়, মানুষের মাংস কেমন খেতে? উত্তরে নিকোলাস বলেন, “অনেকটা ঘোড়ার মাংসের মতো। খুব মিষ্টি। শুয়োরের মাংসও মিষ্টি হয়। আপনি তার সঙ্গেও তুলনা করতে পারেন।”
এরপর নিকোলাস যা বলেন, তা সাধারণ মানুষের পক্ষে সহ্য করা কঠিন। তাঁর কথায়, “রোগা মানুষের মাংস ভাল হয় না। তেমন স্বাদ নেই। মোটা মানুষদের মাংস খেতেই আসল মজা। খুব সুস্বাদু হয়। একদম জিভে লেগে থাকবে।”
মানুষের মাংস খাওয়ার অভিজ্ঞতা নিয়ে বইও লিখেছেন নিকোলাস। নাম “The Cannibal Cookbook”। ২০২১ সালে প্রকাশিত এই বইতে মানুষের মাংস খাওয়ার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি। সঙ্গে নিজের অভিজ্ঞতাও লিপিবদ্ধ করেছেন। এরপর “The Cannibal Cookbook 2: More Ways to Have Your Friends and Foes for Dinner” নামে বইয়ের দ্বিতীয় ভাগও প্রকাশ করেন তিনি।
নিকোলাসের সাক্ষাৎকার দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। অনেকেই লিখেছেন, “আপনার তো জঙ্গলে থাকার কথা, সভ্য মানুষের জগতে কীভাবে চলে এলেন!” আবার কেউ কেউ প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন, “এঁকে এক্ষুণি গারদে পুরুন। নাহলে কত মানুষের যে প্রাণ যাবে তার ইয়ত্তা নেই।”