কিলি পলের (Instagram Sensation Kili Paul) ইনস্টাগ্রামে ২ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছেন। ভারতের অনেক বিখ্যাত অভিনেতাও তাঁকে ফলো করেন। এই অভিনেতাদের মধ্যে রয়েছেন আয়ুষ্মান খুরানা, গুল পনাগ, রিচা চাড্ডা।
advertisement
আরও পড়ুন- এই দিনের পরে বেশ কিছু খারাপ দিন আছে, একদমই বিয়ে নয়, বছরের বাকি সময়ে বিবাহ
জনপ্রিয় হিন্দি চলচ্চিত্রের গানে ঠোঁট মেলানোর পাশাপাশি কিলি পল নিজের ভিডিওতে নাচও করেন একইসঙ্গে। কিলি পলের ভিডিওগুলির মধ্যে ব্যাপক ভাইরাল হয়েছিল শেরশাহ চলচ্চিত্রের ‘রাতা লম্বিয়া’ গানের ভিডিওটি। ওই ভিডিওতে কিলির বোন নিমাকেও দেখা যায়। নেটিজেনদের পছন্দের তালিকায় একেবারে প্রথম দিকেই রয়েছে এই ভিডিও।
নিজের দেশের সংস্কৃতির পোশাকেই ভিডিওতে নিজেকে তুলে ধরেন কিলি (Instagram Sensation Kili Paul)। তানজানিয়ার ঐতিহ্য বজায় রেখেই সুদূর ভারতের বিখ্যাত গানগুলিকে আরও প্রসারের উদ্দেশ্যে ভিডিও পোস্ট করার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন কিলি পল।
আরও পড়ুন- কনেকে দেখে তর সইল না আর! বেসামাল বর যা করে বসলেন দুরন্ত গতিতে ভাইরাল
এই বিশেষ সম্মান পাওয়ার জন্য কিলিকে (Instagram Sensation Kili Paul) অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরা। “তানজানিয়ার এই নায়ককে এবং ভারতের সমর্থককে অভিবাদন ও শ্রদ্ধা জানাতে দুর্দান্ত কাজ করেছে কমিশন। আমাদের উচিত ভারতের পাশাপাশি বিশ্বের ভালোর জন্য এই সফট পাওয়ার যোদ্ধাদের সক্রিয়ভাবে জুড়ে নেওয়া,” ট্যুইটে লিখেছেন কেশব ঝা।
ইনস্টাগ্রাম প্রোফাইলে (Kili Paul's Instagram profile) নিজেকে “নৃত্যশিল্পী এবং বিষয়বস্তু নির্মাতা” হিসাবেই তুলে ধরেছেন কিলি পল। তাঁর একটি ইউটিউব চ্যানেলও রয়েছে যেখানে তাঁর জনপ্রিয় সব ভিডিও পোস্ট করা হয়।
কিলির সাম্প্রতিক পোস্টগুলির মধ্যে একটি ছিল জনপ্রিয় ‘কাঁচা বাদাম’ গান নিয়ে। কিলি পলের বোন নিমাকেপ এই গানে নাচ করতে দেখা গিয়েছে। ‘কাঁচা বাদাম’ গানের মূল গায়ক পশ্চিমবঙ্গের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর।