TRENDING:

ভিক্ষা করে ৪৫ দিনেই রোজগার আড়াই লক্ষ টাকা; মহিলার অ্যাকাউন্ট দেখে হাঁ ব্যাঙ্কের অফিসাররাও!

Last Updated:

Indore Latest News: সম্প্রতি ‘ভিখারিমুক্ত’ ইনদওর গড়ে তোলার কথা ঘোষণা করেছে প্রশাসন। তারপরেই অভিযানে নামে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মিথিলেশ গুপ্তা, ইনদওর: ভিক্ষে করেই কোটিপতি! মাত্র ৪৫ দিনে আড়াই লাখ টাকা রোজগার! না, কোনও গল্প কথা নয়। মধ্যপ্রদেশের ইনদওরের এক মহিলা ভিক্ষা করে এই টাকা রোজগার করেছেন। প্রতিদিন লবকুশ মোড়ে ভিক্ষা করতে আসেন ওই মহিলা। তবে মহাবিপাকে পড়েছেন তিনি। এখন ওই ভিখারির বিরুদ্ধে জেজে আইনের গুরুতর ধারায় মামলা দায়ের হতে চলেছে। আর তাঁর ভিক্ষা করার কথা জানিয়েছেন তাঁর মেয়েই।
মহিলার অ্যাকাউন্ট দেখে হাঁ ব্যাঙ্কের অফিসাররাও
মহিলার অ্যাকাউন্ট দেখে হাঁ ব্যাঙ্কের অফিসাররাও
advertisement

সম্প্রতি ‘ভিখারিমুক্ত’ ইনদওর গড়ে তোলার কথা ঘোষণা করেছে প্রশাসন। তারপরেই অভিযানে নামে পুলিশ। পাঁচ দিন আগে কালেক্টর আশিস সিংয়ের নির্দেশে শুরু হয় অভিযান। তখনই শিশু-সহ ধরা পড়েন রূপালি জৈন ইন্দিরা নামের এক মহিলা। জিজ্ঞাসাবাদে তিনি বলেন, ‘‘আমি শুধু ভিক্ষে করি, চুরি করি না।’’ পাশাপাশি তিনি মাত্র ৪৫ দিনে আড়াই লক্ষ টাকা রোজগার করেছেন বলেও জানান পুলিশকে।

advertisement

আরও পড়ুন-‘মা’-এর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন যুবক, বিয়ের ভাইরাল ভিডিও দেখে নেটদুনিয়ার ক্ষোভ বাঁধ ভাঙল

জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই মহিলার নাম ইন্দিরা। তাঁর নামে একটি বাইকও আছে। এমনকী তাঁর লাইসেন্সও রয়েছে। তবে ইন্দিরা বাইক চালাতে জানেন না। কিন্তু তারপরেও লাইসেন্স কীভাবে পেলেন, তা তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশকে ইন্দিরা জানিয়েছেন, নিজের উপার্জনের টাকা তিনি নিজের কাছেই রাখেন। স্বামীর উপার্জনে হাত দেন না। সন্তানের রোজগারের কানাকড়িও নেন না। ইন্দিরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার খবর পাওয়ার পরই স্বামী অমরলাল দুই সন্তান-সহ রাজস্থানে পালিয়েছেন বলে জানা গেছে।

advertisement

প্রায় ৮ বছর ধরে ভিক্ষা করছেন মহিলা:

‘ভিক্ষুকমুক্ত ভারত’ অভিযান শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই ইনদওরেপ কালেক্টর শিশুদের দিয়ে ভিক্ষাবৃত্তি বন্ধের নির্দেশ দেন। সাত সদস্যের একটি দলও গঠন করা হয়েছে। তাঁরা নিয়মিত অভিযান চালাচ্ছেন। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে মহিলা ও শিশু উন্নয়ন দফতর। মন্দির সংলগ্ন এলাকা এবং রাস্তার মোড়ে মোড়ে চলছে অভিযান।

advertisement

আরও পড়ুন– বিশ্বের সবচেয়ে ‘মোটা’ দেশ ! এই ৫ দেশের মানুষদের গড় ওজন ১০০ কেজি, ডায়েট-ব্যায়াম নিয়ে মাথা ঘামায় না কেউ

গত ৭ ফেব্রুয়ারি লবকুশ মোড়ের অভিযানে ধরা পড়েন মহিলা। তাঁর ৫ সন্তান। দুই সন্তান রাজস্থানে থাকে। বাকি ৩ সন্তান এবং স্বামীকে নিয়ে ইনদওরে ভিক্ষা করেন তিনি। মামলা দায়ের করার সঙ্গে সঙ্গে স্বামী দুই সন্তানকে নিয়ে পালিয়ে গেলেও ওই মহিলা ধরা পড়ে যান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জানা গিয়েছে, ভিক্ষা করে ৭ দিনে ১৯,২০০ টাকা আয় করেছেন ওই মহিলা। এক লক্ষ টাকা পাঠিয়েছেন গ্রামের শ্বশুরবাড়িতে। ছেলেদের নামে ৫০ হাজার টাকার এফডি করেছেন। অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা ট্রান্সফার করা হয়েছে। আর খরচ বাবদ ৫০ হাজার টাকা নিজের কাছে রেখেছেন। ওই মহিলাকে জেলা আদালতে পেশ করা হয়। বাচ্চাদের চিলড্রেন্স সার্ভে হোমে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের শিক্ষা কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ভিক্ষা করে ৪৫ দিনেই রোজগার আড়াই লক্ষ টাকা; মহিলার অ্যাকাউন্ট দেখে হাঁ ব্যাঙ্কের অফিসাররাও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল