TRENDING:

Smallest washing machine: দেশলাইয়ের বাক্সের মতো সাইজ, বিশ্বের ক্ষুদ্রতম ওয়াশিং মেশিন বানালেন এক ভারতীয়! কাপড়ও কাচা যায়

Last Updated:

এই ওয়াশিং মেশিনটির আকার খুব বেশি হলে একটি দেশলাইয়ের বাক্সের মতো হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিশ্বের ক্ষুদ্রতম ওয়াশিং মেশিন বানিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুললেন এক ভারতীয়৷ যে ব্যক্তি এই কৃতিত্ব অর্জন করেছেন, তাঁর নাম সাই তিরুমালানিদি৷
সাই তিরুমালানিদি এবং তাঁর তৈরি ওয়াশিং মেশিন৷
সাই তিরুমালানিদি এবং তাঁর তৈরি ওয়াশিং মেশিন৷
advertisement

গত বছর ১৭ জুন তিনি এই গিনেস বুকের খাতায় নাম তুলেছিলেন৷ কিন্তু সম্প্রতি গিনেস কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে ক্ষুদ্রতম ওয়াশিং মেশিন নিয়ে একটি ভিডিও শেয়ার করার পরই বিষয়টি প্রকাশ্যে আসে৷

আরও পড়ুন: ইন্ডিয়া জোটে হঠাৎ আশার আলো, আরও চার রাজ্যে হল আসন রফা! বাংলাতেও খেলা ঘুরবে৷?

advertisement

এই ভিডিওতে দেখা যাচ্ছে, সাই তিরুমালানিডি কীভাবে ছোট্ট এই ওয়াশিং মেশিন তৈরি করছেন৷ এই ওয়াশিং মেশিনটির আকার খুব বেশি হলে একটি দেশলাইয়ের বাক্সের মতো হবে৷ তার থেকেও বড় কথা, ছোট্ট এই ওয়াশিং মেশিনটি কাজও করে৷

ছোট ছোট যন্ত্রাংশ জুড়ে সাই নিজের ওয়াশিং মেশিনটি তৈরি করেন৷ প্রথমে মোটর বসিয়ে তার পর অন্যান্য অংশ জুড়তে থাকেন তিনি৷ সুইচ এবং পাইপও জোড়েন তিনি৷ সবশেষে ওয়াশিং মেশিনের মধ্যে জল এবং ছোট ছোট ময়লা কাপড়ের টুকরো দিয়ে পরীক্ষা করেন ওই ব্যক্তি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভি়ডিওতে সাই প্রমাণ করে দেখিয়েছেন, বড় ওয়াশিং মেশিনের মতোই তাঁর এই ছোট্ট ওয়াশিং মেশিনটিও কাজ করে৷ কাপড় যে পরিষ্কার হয়েছে, সেটিও ভিডিওতে দেখিয়েছেন তিনি৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Smallest washing machine: দেশলাইয়ের বাক্সের মতো সাইজ, বিশ্বের ক্ষুদ্রতম ওয়াশিং মেশিন বানালেন এক ভারতীয়! কাপড়ও কাচা যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল