গত বছর ১৭ জুন তিনি এই গিনেস বুকের খাতায় নাম তুলেছিলেন৷ কিন্তু সম্প্রতি গিনেস কর্তৃপক্ষ তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে ক্ষুদ্রতম ওয়াশিং মেশিন নিয়ে একটি ভিডিও শেয়ার করার পরই বিষয়টি প্রকাশ্যে আসে৷
আরও পড়ুন: ইন্ডিয়া জোটে হঠাৎ আশার আলো, আরও চার রাজ্যে হল আসন রফা! বাংলাতেও খেলা ঘুরবে৷?
advertisement
এই ভিডিওতে দেখা যাচ্ছে, সাই তিরুমালানিডি কীভাবে ছোট্ট এই ওয়াশিং মেশিন তৈরি করছেন৷ এই ওয়াশিং মেশিনটির আকার খুব বেশি হলে একটি দেশলাইয়ের বাক্সের মতো হবে৷ তার থেকেও বড় কথা, ছোট্ট এই ওয়াশিং মেশিনটি কাজও করে৷
ছোট ছোট যন্ত্রাংশ জুড়ে সাই নিজের ওয়াশিং মেশিনটি তৈরি করেন৷ প্রথমে মোটর বসিয়ে তার পর অন্যান্য অংশ জুড়তে থাকেন তিনি৷ সুইচ এবং পাইপও জোড়েন তিনি৷ সবশেষে ওয়াশিং মেশিনের মধ্যে জল এবং ছোট ছোট ময়লা কাপড়ের টুকরো দিয়ে পরীক্ষা করেন ওই ব্যক্তি৷
ভি়ডিওতে সাই প্রমাণ করে দেখিয়েছেন, বড় ওয়াশিং মেশিনের মতোই তাঁর এই ছোট্ট ওয়াশিং মেশিনটিও কাজ করে৷ কাপড় যে পরিষ্কার হয়েছে, সেটিও ভিডিওতে দেখিয়েছেন তিনি৷