ভারতে বেশিরভাগ স্টেশনে হলুদের ওপর কালো দিয়ে লেখা থাকে স্টেশনটির নাম। এছাড়া টিনের বোর্ডে বা যাত্রীদের দাঁড়ানোর জন্য ছাউনির উপর রেলস্টেশনের নাম লেখা থাকে। কিন্তু জানেন কি, ভারতে এমনও একটি রেলস্টেশন রয়েছে যার কোনও নাম নেই। আর সেই স্টেশন রয়েছে এই পশ্চিমবঙ্গেই।
বর্ধমান জেলায় অবস্থিত এই নামহীন স্টেশন। বর্ধমান জেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে রায়না নামে একটি গ্রামে অবস্থিত এই স্টেশন। জানা যায়, ভারতীয় রেল ২০০৮ সালে এই গ্রামে একটি রেলওয়ে স্টেশন তৈরি করে। ওই স্টেশনের নামকরণ নাকি করা হয়নি আজও! দেশের একমাত্র রেলওয়ে স্টেশন যার নামকরণ করা হয়নি।
advertisement
এখন প্রশ্ন হল, ওই স্টেশনের নাম রাখা হল না কেন? বিভিন্ন সূত্র মারফত জানা যায়, ওই স্টেশন নিয়ে রায়না এবং রায়নগর গ্রামের মধ্যে মতবিরোধ ছিল। সেই কারণে নামকরণ করা যায়নি। ২০০৮ সালের আগে রায়নগর রেলওয়ে স্টেশন নামে একটি স্টেশন ছিল। রায়নগর নাম নিয়ে আপত্তি ছিল গ্রামবাসীদের। ওই স্টেশন থেকে ২০০ মিটার দূরে একটি ন্যারোগেজ রুট ছিল। সেটিকে বলা হত বাঁকুড়া-দামোদর রেলওয়ে রুট।
আরও পড়ুন- ভয়ঙ্কর ভূমিকম্প, সুনামি হতে পারে! কোন প্রাণী সবার আগে টের পায়? বিপর্যয়ের আগে জেনে নিন
এর পর সেখানে ব্রডগেজ চালু হয়। তখন রায়না গ্রামের কাছে একটি নতুন রেলস্টেশন তৈরি হয়। তার পর সেটি মশাগ্রামের কাছে হাওড়া-বর্ধমান রুটের সঙ্গে যুক্ত হয়। স্টেশনের নামকরণ শুরু হলে রায়না গ্রামের লোকেরা এর নাম রায়নগর না করার দাবি তোলেন। গ্রামবাসীর বাধায় নামটা না হল রায়না, না রায়নগর!
বাঁকুড়া-মশাগ্রাম রুটের ওই স্টেশনে দিনে ৬ বার থামে ট্রেন। যদি কোনও যাত্রী ট্রেন ধরতে এই স্টেশনে আসেন, নামহীন স্টেশন দেখে অবাকই হবেন।