মনু সংহিতায় বলা হয়েছে— সংসার জীবনে যিনি আয়ু বৃদ্ধির কামনা করেন, তিনি খাবার খাবেন পূর্ব মুখ হয়ে।
ধন সম্পদ কামনা করলে ভোজন করবেন পশ্চিম মুখ হয়ে।
যিনি জীবনে সৎ আদর্শনিষ্ঠ হয়ে থাকার কামনা করেন তিনি খাবার খাবেন উত্তর মুখ হয়ে।
যিনি যশের প্রত্যাশী তিনি খাবার খাবেন দক্ষিণ মুখ হয়ে। কিন্তু মা-বাবা বেঁচে থাকা অবস্থায় দক্ষিণ দিকে মুখ করে ভোজন করতে নেই।
advertisement
Location :
First Published :
January 15, 2021 7:03 PM IST