ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পর থেকে ১.৪৩ লাখেরও বেশি ভিউ পেয়েছে। ভিডিওটি দেখলে মনে হয় হয়ত কেউ লম্বা ঘন চুল নিয়ে পিছন ফায়ার দাঁড়িয়ে আছে. কিন্তু সামনে গেলে এর আসল রূপ ধরা পড়ে। যিনি ভিডিওটি রেকর্ড করছিলেন, একটু কাছে যেতেই তিনি একটি ছোট কাঠি দিয়ে খোঁচা মারলে হাজার হাজার মাকড়সাকে সেখান থেকে বেরিয়ে আসতে দেখা যায়। এই মাকড়সাগুলিকে "হারভেস্ট স্পাইডার" বা ওপিলিয়ন্স বলা হয়ে থাকে। খোঁচা মারতেই এই বিশেষ প্রজাতির মাকড়সাগুলি এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে আবার কিছু কিছু মাটিতে পড়ে যায়। এই ধরণের মাকড়সার জাল সাধারণত আমাদের চারিপাশে খুব একটা দেখা যায় না। এক বিশেষ পদ্ধতিতে এরা নিজেদের বাসা বাঁধে যা দেখতে একদম মানুষের চুলের মতো হয়। দূর থেকে দেখলে বোঝা সত্যি দুরুহ যে এটা চুল না মাকড়সার জালি।
advertisement
ইনস্টাগ্রামে ViralHog নামক পেজে এই পোস্টটি শেয়ার করা হয় এবং সঙ্গে ক্যাপশনে লেখা হয় "হাজার হাজার মাকড়সা গাছকে ঢেকে আছে।"
ভিডিওটি দেখে বহু ইউসার নিজেদের মন্তব্য পোস্ট করেছেন। একজন ইউসার লিখেছেন , "আমি ভেবেছিলাম এটি একটি ভালুক বা বিন্টুরং-এর মতো গাছে বসবাসকারী সুন্দর তুলতুলে প্রাণী হবে হয়ত ।"
অন্য একজনের কথায় “আমি জোরে চিৎকার করেছিলাম। যদি জানতে পারি, এটি আসলে কোথায় , তাহলে আমি কখনও সেখানে যাবো না। "