*মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। এই দিনটি কাটবে আবেগপরবণতায়, পরিবার এবং বন্ধুদের সমর্থন পাবেন। আর্থিক শুভযোগও রয়েছে।
*বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। মনের গভীরে লুকিয়ে থাকা বাসনা এবং ভয় মাথাচাড়া দেবে, তাই যথাসাধ্য সংযত থাকুন।
*মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। চন্দ্রগ্রহণ ছাপ ফেলবে সম্পর্কে- পুরনো কোনও সম্পর্ক ভাঙবে, নতুন সম্পর্ক গাঢ় হবে।
advertisement
*কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। এই দিনটি ছাপ ফেলবে কর্মজীবনে, কাজ এবং পরিবারের মধ্যে ভারসাম্য রাখতেই হবে।
*সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। অতিরিক্ত খরচের হাত থেকে সাবধানে থাকতে হবে, মানসিক সমর্থনের জন্য পাশে থাকবে পরিবার।
*কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। অতীতের সম্পর্ক মাথাচাড়া দেবে, সেটা এড়িয়ে বর্তমান সম্পর্ক বজায় রাখতে চেষ্টা জরুরি।
*তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। নতুন প্রণয়ের সম্পর্ক তৈরি হবে, পাশাপাশি কর্মজীবনে সাফল্য আসবে।
*বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। ব্যক্তিগত সম্পর্কে ঝড় উঠবে, তাই যথাসাধ্য মাথা ঠাণ্ডা রাখুন।
*ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। ভবিষ্যতের সাফল্যের সোপান তৈরি হবে, তাই সব মনোযোগ দিয়ে কাজ করতে হবে।
*মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। এই দিনটি আত্মানুসন্ধানের, নিজের গোপন কামনা নিজেকেই স্তম্ভিত করে দেবে।
*কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। প্রণয়ের নতুন সম্ভাবনা উপস্থিত হবে, বাকিটা ঠিক করতে হবে জীবনের দাবি মেনে।
*মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। কর্মক্ষেত্রে সদর্থক ভাবমূর্তি তৈরি হবে, সাফল্যের দিকে এক ধাপ এগিয়ে যাবেন।