TRENDING:

Lunar Eclipse 2021: বুধবার চন্দ্রগ্রহণ, ইয়াস-পূর্ণিমা-গ্রহণের ত্র্যহস্পর্শ কতটা প্রভাব ফেলবে আপনার রাশিচক্রে? জানুন...

Last Updated:

জন্মদিন মিলিয়ে দেখে নিন আসন্ন চন্দ্রগ্রহণ কোন রাশির জন্য কী নির্দিষ্ট করে রেখেছে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতাঃ চন্দ্রগ্রহণ সংঘটিত হতে চলেছে আগামী বুধবার, ২৬ মে তারিখে। এই ব্যাপারে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি যা-ই হোক না কেন, জ্যোতিষশাস্ত্রের রয়েছে নিজস্ব ব্যাখ্যা। কেন না, ভারতীয় জ্যোতিষে চাঁদের অবস্থানই রাশিফলের মূল ভিত্তি, চাঁদের একেকটি রাশিতে গমনের নিরিখে জাতক-জাতিকা শুভাশুভ ফললাভ করেন। তাই জন্মদিন মিলিয়ে দেখে নিন আসন্ন চন্দ্রগ্রহণ কোন রাশির জন্য কী নির্দিষ্ট করে রেখেছে!
advertisement

*মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। এই দিনটি কাটবে আবেগপরবণতায়, পরিবার এবং বন্ধুদের সমর্থন পাবেন। আর্থিক শুভযোগও রয়েছে।

*বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। মনের গভীরে লুকিয়ে থাকা বাসনা এবং ভয় মাথাচাড়া দেবে, তাই যথাসাধ্য সংযত থাকুন।

*মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। চন্দ্রগ্রহণ ছাপ ফেলবে সম্পর্কে- পুরনো কোনও সম্পর্ক ভাঙবে, নতুন সম্পর্ক গাঢ় হবে।

advertisement

*কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। এই দিনটি ছাপ ফেলবে কর্মজীবনে, কাজ এবং পরিবারের মধ্যে ভারসাম্য রাখতেই হবে।

*সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। অতিরিক্ত খরচের হাত থেকে সাবধানে থাকতে হবে, মানসিক সমর্থনের জন্য পাশে থাকবে পরিবার।

*কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। অতীতের সম্পর্ক মাথাচাড়া দেবে, সেটা এড়িয়ে বর্তমান সম্পর্ক বজায় রাখতে চেষ্টা জরুরি।

advertisement

*তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। নতুন প্রণয়ের সম্পর্ক তৈরি হবে, পাশাপাশি কর্মজীবনে সাফল্য আসবে।

*বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। ব্যক্তিগত সম্পর্কে ঝড় উঠবে, তাই যথাসাধ্য মাথা ঠাণ্ডা রাখুন।

*ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। ভবিষ্যতের সাফল্যের সোপান তৈরি হবে, তাই সব মনোযোগ দিয়ে কাজ করতে হবে।

advertisement

*মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। এই দিনটি আত্মানুসন্ধানের, নিজের গোপন কামনা নিজেকেই স্তম্ভিত করে দেবে।

*কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। প্রণয়ের নতুন সম্ভাবনা উপস্থিত হবে, বাকিটা ঠিক করতে হবে জীবনের দাবি মেনে।

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

*মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। কর্মক্ষেত্রে সদর্থক ভাবমূর্তি তৈরি হবে, সাফল্যের দিকে এক ধাপ এগিয়ে যাবেন।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Lunar Eclipse 2021: বুধবার চন্দ্রগ্রহণ, ইয়াস-পূর্ণিমা-গ্রহণের ত্র্যহস্পর্শ কতটা প্রভাব ফেলবে আপনার রাশিচক্রে? জানুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল