TRENDING:

রাশিচক্র ৩ মার্চ: দেখে নিন কেমন যাবে আজকের দিন!

Last Updated:

জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
advertisement

জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। কর্মক্ষেত্রে আজ আপনার নিজের দক্ষতা প্রমাণ করার দিন, তবে পাশাপাশি বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রয়োজনে তাঁদের দেখভাল করতে ভুলবেন না।

বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ যা-ই করুন না কেন, কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে না। কিন্তু হাল না ছেড়ে টিঁকে থাকুন এবং আগের মতোই পরিশ্রম করে চলুন।

advertisement

মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। সাধারণত যে পদ্ধতিতে আপনি কাজ করে থাকেন, আজ তার বাইরে নতুন কিছু পরখ করতে ইচ্ছে করবে। আপনার প্রচেষ্টা উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সহকর্মীদের নজর কাড়বে।

কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজ সবাই স্পষ্ট ভাবে বুঝতে পারবেন যে আপনি ভিড়ের চেয়ে আলাদা এবং যে কারও থেকে ভালো; সহকর্মীরাও আজ আপনার প্রতি মুগ্ধ হবেন।

advertisement

সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। আজকের দিনটা ঘনিষ্ঠজনদের সঙ্গে কাটবে। নতুন বন্ধু হতে পারে, ভবিষ্যতে যাঁরা আপনার জীবনে গভীর প্রভাব ফেলবেন।

কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। কর্মক্ষেত্র হোক বা ব্যক্তিগত জীবন, আপনি ঠিক কী চান, সেটা নিয়ে ধোঁয়াশা কাটতে চাইবে না। নিজেকে সময় দিন, সন্ধ্যের মুখে সব দ্বিধা কেটে যাবে।

advertisement

তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ কর্মক্ষেত্রে আপনার সবাইকে নিজের প্রতিভায় মুগ্ধ করার দিন, দিনটি সব মিলিয়েই বেশ ভালো কাটবে।

বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আজকের দিনটা যতটা পারেন, নিজর চিন্তাভাবনা সংযত এবং মন শান্ত রাখার চেষ্টা করুন। না হলে নেতিবাচক চিন্তা আপনাকে পেয়ে বসবে।

ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। ভাগ্য আজ আপনার সহায় হবে, কর্মক্ষেত্রে সব প্রতিবন্ধকতা পেরিয়ে সাফল্যের দিকে এগিয়ে যাবেন আপনি।

advertisement

মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। যে কাজ হাতে নিতে চলেছেন, সে ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ঘনিষ্ঠদের পূর্ণ সহযোগিতা পাবেন। আজ বিনা কারণেই মন উৎফুল্ল থাকবে।

কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ পারিবারিক জীবনে নানা ব্যাপার নিয়ে অসন্তুষ্টির কারণ তৈরি হতে পারে- তাই মাথা ঠাণ্ডা রাখুন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আজ অকারণে জলের মতো টাকা খরচ হতে পারে। তাই আপনার কী দরকার আর কোনটা নেহাতই বিলাসিতা, সেই নিয়ে ভালো করে ভাবতে ভুলবেন না।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
রাশিচক্র ৩ মার্চ: দেখে নিন কেমন যাবে আজকের দিন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল