TRENDING:

রাশিচক্র ৬ মার্চ: পেশা বদলাতে চাইলে আজই সেই সুযোগ থাকছে, দেখুন কেমন যাবে আজকের দিন!

Last Updated:

জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
advertisement

জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। যদি পেশা বদলাতে চান, তাহলে আজকের দিনটি পদক্ষেপের পক্ষে উপযুক্ত। সুযোগ এলে তার সদ্ব্যবহার করতে ভুলবেন না।

বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। বুদ্ধি এবং বিচক্ষণতার জেরে আজ সব কাজে সার্থকতা পাবেন। এই ব্যাপারে মন যা বলছে, সেটায় কান দেওয়া উচিৎ হবে।

advertisement

মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। এমন বেশ কিছু মানুষের সঙ্গে আজ আপনার দেখা হতে পারে যাঁরা ভবিষ্যতে গভীর প্রভাব ফেলবেন, তাই আলোচনার সবটা মাথায় রাখবেন।

কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজ সারা দিন প্রচণ্ড কর্মব্যস্ততার মধ্যে দিয়ে যাবে। দরকারে শরীরকে বিশ্রাম দিতে ভুলবেন না।

সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। অন্যের উপকারে হোক বা নিজের স্বার্থে- যা করবেন, ভেবে-চিন্তে করুন। না হলে পরে সমস্যা হতে পারে।

advertisement

কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। মনের মানুষের সঙ্গে সময় কাটানোর ব্যাপারে অনেক কিছু আগে থেকেই ঠিক করে রাখবেন না, নয় তো হতাশ হতে হবে।

তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। ভবিষ্যতের ব্যাপারে কিছু কথা আজ মাথায় আসবে, সেগুলোতে বিশ্বাস রাখুন- ওগুলো কিন্তু মিলে যাবে!

বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আজ গভীর কোনও বিষয় নিয়ে নাড়াচাড়া করতে ইচ্ছে করবে, আপনার সব সিদ্ধান্তে বন্ধুদের পাশে পাবেন।

advertisement

ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ ভবিষ্যতের উপার্জনের এক নতুন পথ খুলতে পারে। সেই পথে পরিশ্রম থাকলেও ব্যর্থতা নেই।

মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। কর্মোদ্যম আজ আপনাকে ঘিরে থাকবে, বন্ধুদের সাহচর্য পাবেন। নিজের বিচক্ষণতার উপরে আস্থা রেখে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন।

কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। সমমনস্ক ব্যক্তিদের সঙ্গে আজ দিন কাটবে। তাঁদের কথাগুলো মনে রাখুন, না হলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। দীর্ঘ দিন ধরে যে লক্ষ্যে এগোতে চাইছেন, আজ তার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাবেন। সেই মতো নিজেকে তৈরি করতে ভুলবেন না।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
রাশিচক্র ৬ মার্চ: পেশা বদলাতে চাইলে আজই সেই সুযোগ থাকছে, দেখুন কেমন যাবে আজকের দিন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল