TRENDING:

Hippo throws potty: চিড়িয়াখানায় দর্শকদের দিকে পটি ছুঁড়ে মারল জলহস্তী! দেখুন ভিডিও

Last Updated:

Hippo throws potty: ইন্দোনেশিয়ার সুডার্বায়ার চিড়িয়াখানায় অবাক করা এক ঘটনা ঘটেছে৷ সেখানে একটি বিশাল  জলহস্তী জল থেকে উঠেই দর্শকদের উপর পটি ছুঁড়তে শুরু করে, গোটা ঘটনায় সবাই অবাক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দর্শকদের দিকে পটি ছুঁড়ে দিল জলহস্তী
দর্শকদের দিকে পটি ছুঁড়ে দিল জলহস্তী
advertisement

নয়াদিল্লি: চিড়িয়াখানা পরিদর্শন করতে গিয়ে আমরা প্রায়ই পশুদের মজার এবং অদ্ভুত আচরণের মুখোমুখি হই। তবে খুব কমই দেখা যায় যে পশুরা দর্শকদের দিকে পটি  ছুঁড়ে মারছে। এবার সেটাও হয়ে গেল। সৌজন্যে চিড়িয়াখানার এক জলহস্তী৷ তার কাণ্ডে আপনার শরীর গিনগিন করে উঠতে বাধ্য৷

ইন্দোনেশিয়ার সুডার্বায়ার চিড়িয়াখানায় এমনই এক ঘটনা ঘটেছে৷ যেখানে একটি বিশাল  জলহস্তী জল থেকে উঠেই দর্শকদের উপর পটি ছুঁড়তে শুরু করে৷  ঘটনা সবাইকে অবাক করে দেয়। টিকটকে প্রথম শেয়ার হওয়া এই ভিডিওটি এখন অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও ভাইরাল হয়েছে।

advertisement

আরও পড়ুন: দেশের কোন শহরে সবচেয়ে ধনী ভিখারীদের বাস জানেন? আয় শুনলে চমকে উঠবেন গ্যারান্টি, রয়েছে শনি-রবি ছুটিও!

ভিডিওতে দেখা গিয়েছে, জলহস্তিটি  জলাধারের এক প্রান্তে দাঁড়িয়ে আছে। দর্শকদের অবাক করে দিয়ে, প্রাণীটি পটি করার সময় লেজ নাড়াতে শুরু করে৷ ফলে মলগুলি সবদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। অনেক দর্শকের শরীরেও এসে পরে সেগুলি৷ দর্শকরা তখন রীতিমতো চিৎকার করে ওঠে।

advertisement

বিরল এই ঘটনা এখন নেট জগতে ভাইরাল৷ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই মজার ঘটনায় প্রতিক্রিয়াও দিয়েছেন। একজন লিখেছেন, “যখন তুমি খুব বেশি ঝাল খাবার খেয়ে ফেল তখন এমনই হয়৷” একজন লিখেছেন, “কেমন গন্ধ হবে ভাবতে পারছেন!”

আরও পড়ুন: নার্সারি ও কেজি ব্যাচের স্কুল ফি দেড় লাখ! ভাইরাল স্কুলের ফি স্ট্রাকচার, দেখুন ছবি

advertisement

কিছু ব্যবহারকারী অবশ্য ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে জলহস্তি সাধারণত মল ত্যাগের সময় এমনই আচরণ করে থাকে। অন্যদিকে, ২ মাসের জলহস্তি, যাকে মু দেং বলা হয়, এখনও ইন্টারনেটের প্রিয়। থাইল্যান্ডের চিড়িয়াখানার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি নিয়মিত হিপোর ভিডিও পোস্ট করে, যেখানে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে৷ তার আদুরে আচরণ এবং খেলার দৃশ্য উপভোগ করেন সবাই।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Hippo throws potty: চিড়িয়াখানায় দর্শকদের দিকে পটি ছুঁড়ে মারল জলহস্তী! দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল