TRENDING:

স্পিডবোটকে ধাওয়া করেছে জলহস্তী ! অবাক হচ্ছেন , দেখুন এই ভাইরাল ভিডিও

Last Updated:

কেনিয়াতে একদল সাফারি ভিজিটরদের রীতিমত তাড়া করে তাদের এলাকাছাড়া করল একটা বড় আকারের হিপ্পো। ভিক্টোরিয়া লেকে হিপ্পোর স্পিডবোটকে ধাওয়া করার ছবি ভাইরাল। hippo chases speedboat full of visitors

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাইরাল ভিডিও : একটি বড় জলহস্তীর পর্যটকদের তাড়া করার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে একদল পর্যটক কেনিয়ার ভিক্টোরিয়া লেকে স্পিডবোটে ঘুরতে বেরিয়েছিলেন। সে সময় কয়েক মিটার দূরত্বে তারা একদল জলহস্তীকে দেখতে পায়। হঠাৎ তাদের মধ্যে একজন দশাশয় ক্ষুব্ধ হিপ্পো তাদের স্পিডবোটকে ধাওয়া করে এবং রাগের হুঙ্কার ছাড়তে থাকে। প্রাণ হাতে নিয়ে পর্যটকরা তাদের স্পিডবোট খুব দ্রুত ছুটিয়েছিল এবং সঙ্গে নিজেদের সংযম বজায় রেখে মাথা ঠান্ডা করে সেই কঠিন মুহূর্তের সঙ্গে মোকাবিলা করে।
advertisement

কেনিয়াতে একদল সাফারি ভিজিটরদের রীতিমত তাড়া করে তাদের এলাকাছাড়া করল একটা বড় আকারের হিপ্পো। ভিক্টোরিয়া লেকে হিপ্পোর স্পিডবোটকে ধাওয়া করার ছবি ভাইরাল। ডিকেন মুচেনা নামে এক দর্শক এই ভয়ঙ্কর এনকাউন্টারটি ক্যামেরায় বন্দি করেছিলেন। ভিডিওটি এখানে দেখুন -

স্পিডবোটে যে সমস্ত পর্যটকরা গিয়েছিলেন , তাদের মধ্যে একজন ছিলেন মুচেনা। দ্য সানকে এই ভয়ানক ঘটনাটির বর্ণনা দিতে গিয়ে মুচেনা বলেছেন যে তারা জানতেন যে এই বিশেষ অঞ্চলটি শুধুমাত্র জলহস্তীদের জায়গা, তার শুধু হিপ্পোদের কিছু ভালো ছবি তোলার উদ্দেশ্যে অগ্রসর হয়েছিলেন। যেহেতু তারা জানতেন যে হিপ্পোরা খুবই মারাত্বক প্রাণী , যে কোন মুহূর্তে মারাত্বক রূপ ধারণ করতে পারে, তাই তারা বেশি কাছে না গিয়ে দূর থেকে তাদের ছবি তোলার চেষ্টা করছিলেন। কিন্তু হঠাৎ একটা বিশালাকার হিপ্পো তাদের দিকে রাগান্নিত হয়ে তেড়ে আসে এবং তাদের স্পিডবোটকে ধাওয়া করে।

advertisement

ভিডিওটি টুইটারে পোস্ট করা হয় এবং সঙ্গে ক্যাপশনে লেখা হয় "যদিও সঠিক সংখ্যা পাওয়া কঠিন, কিন্তু শোনা যায় যে সিংহ, হাতি, চিতাবাঘ, মহিষ এবং গন্ডারের চেয়ে জলহস্তী প্রতি বছর বেশি লোককে হত্যা করে , তাই কাছে যাবেন না!"

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর ভিডিওটি ৭৫০০০ এর বেশি ভিউ এবং৫০০ র বেশি লাইক পেয়েছে। বিবিসি এর মাধ্যমে জানা গেছে যে বিশ্বের সবচেয়ে মারাত্মক বৃহৎ স্তন্যপায়ী প্রাণী জলহস্তী আফ্রিকায় প্রতি বছর আনুমানিক ৫০০ জনকে হত্যা করে। খুবই আক্রমনাত্মক প্রাণী এবং ধারালো দাঁতের জন্যএরা বিশ্বে দরবারে সুপরিচিত।

advertisement

সাব সাহারান আফ্রিকায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই জলহস্তীর বাস। এদের চামড়া ভীষণ মোটা হয় , তাই তারা নিজের ত্বককে শীতল এবং আদ্র রাখতে বেশিরভাগ সময় জলে কাটায় এবং স্থলের চেয়ে প্রচুর জলযুক্ত স্থানই এদের বেশি পছন্দ। অন্ততপক্ষে দিনে ১৬ ঘন্টা সময় এরা জলেই কাটায়।

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

ভিক্টোরিয়া লেকে হিপ্পোর পর্যটকদের তাড়া করার ভিডিও সত্যি যথেষ্ট ভয়ঙ্কর। ভিডিওটি দেখুন এবং সেই মুহূর্তকে অনুভব করুন।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
স্পিডবোটকে ধাওয়া করেছে জলহস্তী ! অবাক হচ্ছেন , দেখুন এই ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল